সূত্রের খবর, বুধবারই লোকসভায় ১৩০ তম সংবিধান সংশোধনী বিল পেশ করতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ এই সংশোধনীর মাধ্যমেই ২৩৯এ(এ) অনুচ্ছেদের মধ্যে ৫এ ধারা যুক্ত করা হবে৷ এই সংশোধনী আইনে পরিণত হলে গুরুতর অভিযোগে গ্রেফতার হয়ে জেলে বা তদন্তকারী সংস্থার হেফাজতে থাকলেই কোনও মুখ্যমন্ত্রীকে অপসারণের ক্ষেত্রে কোনও বাধা থাকবে না৷ প্রস্তাবিত সংশোধনী অনুযায়ী, গ্রেফতার হয়ে তিরিশ দিন জেলে বা হেফাজতে থাকলে ৩১ তম দিনে পদ ছাড়তে হবে অভিযুক্ত মুখ্যমন্ত্রীকে৷ প্রধানমন্ত্রী এবং কেন্দ্র বা রাজ্যের মন্ত্রীরাও গ্রেফতার হয়ে তিরিশ দিন জেলে থাকলে এই শর্ত প্রযোজ্য হবে৷
advertisement
দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল আবগারি দুর্নীতির মামলায় গ্রেফতার হওয়ার পরেও দীর্ঘ প্রায় ৬ মাস মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেননি৷ কিন্তু কেন্দ্রীয় সরকারের এই প্রস্তাবিত সংশোধনী আইনে পরিণত হলে গ্রেফতার হওয়ার পর একমাস জেলে থাকলেই পদ ছাড়তে বাধ্য হবেন প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী বা মন্ত্রীরা৷
এই বিলটির সঙ্গেই বুধবার আরও দুটি বিল লোকসভায় পেশ করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ সেগুলি হল কেন্দ্রশাসিত অঞ্চল প্রশাসনিক সংশোধনী বিল এবং জম্মু কাশ্মীর পুনর্গঠন বিল, ২০২৫৷
তবে জেল থেকে মুক্ত হওয়ার পর ফের নিজস্ব পদে ফিরতে পারবেন প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী অথবা মন্ত্রীরা৷ প্রস্তাবিত সংশোধনীতে সেই সুযোগও থাকছে৷
এই তিনটি বিল লোকসভায় পেশ হওয়ার খবর প্রকাশ্যে আসতেই কেন্দ্রের এই পদক্ষেপের তীব্র বিরোধিতা করেছে কংগ্রেস৷
কংগ্রেস নেতা অভিষেক মনু সিঙ্ঘভি এক্স হ্যান্ডেলে অভিযোগ করেছেন, ‘কেন্দ্রীয় এজেন্সিগুলিকে দিয়ে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে বিরোধী দলের মুখ্যমন্ত্রীদের গ্রেফতার করার ক্ষেত্রে কোনও গাইডলাইন মানা হচ্ছে না৷ এবার গ্রেফতার হওয়ার সঙ্গে সঙ্গেই মুখ্যমন্ত্রীদের পদ থেকে সরানোর জন্য বিল আনা হচ্ছে৷ বিরোধীদের দুর্বল করে দেওয়ার সবথেকে ভাল উপায় হচ্ছে পক্ষপাতদুষ্ট কেন্দ্রীয় এজেন্সিগুলিকে মুখ্যমন্ত্রীদের বিরুদ্ধে লেলিয়ে দেওয়া৷ ভোটে হারাতে না পারলেও গ্রেফতার করে তাঁদের পদ থেকে সরিয়ে দেও৷ আর বিজেপি-র ক্ষমতাসীন মুখ্যমন্ত্রীদের কারও গায়ে আঁচড়ও লাগবে না৷ কংগ্রেসের মতো অন্যান্য বিরোধী দলগুলিও নতুন এই আইনের তীব্র বিরোধিতার পথে হাঁটবে বলেই মনে করা হচ্ছে৷’
জম্মু কাশ্মীর পুনর্গঠন বিল, ২০২৫ লোকসভায় পেশ হওয়ার খবর শুনে প্রথমে অনেকেই ভেবেছিলেন জম্মু কাশ্মীরের রাজ্যের তকমা ফেরাতে উদ্যোগী হচ্ছে কেন্দ্র৷ পরে সেই ধারণা ভুল পরিণত হয়৷ কেন্দ্রের এই নতুন প্রস্তাবিত বিল নিয়ে বুধবার উত্তাল হতে পারে লোকসভা৷