TRENDING:

Covid 19 Situation in India: হংকং, সিঙ্গাপুরে ফিরছে করোনা আতঙ্ক! দুশ্চিন্তা কি ভারতেও? মুখ খুলল কেন্দ্র

Last Updated:

সিঙ্গাপুর, হংকংয়ের মতো দেশে ফের করোনার বাড়বাড়ন্তের খবর পাওয়ার সোমবার ভারতের অবস্থা খতিয়ে দেখতে একটি পর্যালোচনা বৈঠক হয়৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হংকং, সিঙ্গাপুরের মতো দেশগুলিতে উদ্বেগজনক ভাবে গত কয়েকদিনে বাড়ছে করোনা সংক্রমণ৷ সিঙ্গাপুরে মাত্র এক সপ্তাহের মধ্যে করোনা আক্রান্তের সংখ্যা ২৮ শতাংশ বেড়েছে৷ গত মাসের শেষ দিকে যেখানে সিঙ্গাপুরে করোনা আক্রান্তের সংখ্যা ১১১০০ জন ছিল৷ সেখানে এক সপ্তাহের মধ্যে সেই সংখ্যাটা বেড়ে হয়েছে ১৪২০০৷
ভারতেও কি ফিরছে করোনা আতঙ্ক?
ভারতেও কি ফিরছে করোনা আতঙ্ক?
advertisement

হংকংয়েও পরিস্থিতি একই রকমের৷ হংকংয়ে ইতিমধ্যে ৩১ জন করোনা আক্রান্ততের অবস্থা গুরুতর৷

গত ১২ মে-র পর ভারতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৬৪ জন৷ এই মুহূর্তে দেশে মোট আক্রান্তের সংখ্যা ২৫৭৷ সবথেকে বেশি আক্রান্তের খোঁজ মিলেছে কেরল, মহারাষ্ট্র এবং তামিলনাড়ুতে৷

সিঙ্গাপুর, হংকংয়ের মতো দেশে ফের করোনার বাড়বাড়ন্তের খবর পাওয়ার সোমবার ভারতের অবস্থা খতিয়ে দেখতে একটি পর্যালোচনা বৈঠক হয়৷ ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল, ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ, বিভিন্ন সরকারি হাসপাতাল কর্তৃপক্ষ মিলে এই বৈঠকে অংশ নিয়ে দেশের করোনা পরিস্থিতি খতিয়ে দেখা হয়৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

ওই বৈঠক শেষে দাবি করা হয়েছে, ভারতের করোনা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে৷ দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা এই মুহূর্তে ২৫৭৷ যা ভারতের বিপুল জনসংখ্যার তুলনায় নগণ্য৷ যাঁরা আক্রান্ত, তাঁদের অধিকাংশেরই অবস্থা গুরুতর নয়৷ বেশিরভাগ আক্রান্তরাই বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন৷ তাঁদের শরীরে করোনার সামান্য উপসর্গ রয়েছে৷ তবে হাসপাতালগুলিকে পরিস্থিতির উপরে, বিশেষত ইনফ্লুয়েঞ্জার মতো জ্বরে আক্রান্তদের নজরে রাখতে বলা হয়েছে৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Covid 19 Situation in India: হংকং, সিঙ্গাপুরে ফিরছে করোনা আতঙ্ক! দুশ্চিন্তা কি ভারতেও? মুখ খুলল কেন্দ্র
Open in App
হোম
খবর
ফটো
লোকাল