TRENDING:

Indigo Crisis Update: ৫০০ কিলোমিটার পর্যন্ত সর্বোচ্চ বিমান ভাড়া ৭৫০০ টাকা! ইন্ডিগো কাণ্ডের জেরে টিকিটের দাম বেঁধে দিল কেন্দ্র

Last Updated:

কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক জানিয়েছে অযৌক্তিক ভাবে ভাড়া বৃদ্ধির ঘটনা নজরে আসায় যাত্রীদের স্বার্থেই এই পদক্ষেপ করছে তারা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ইন্ডিগো বিভ্রাটের পর বেলাগাম হারে বেড়ে গিয়েছিল বিমান ভাড়া৷ দেশের ভিতরেই ব্যস্ত রুটগুলিতে ইচ্ছে খুশি মতো ভাড়া নিচ্ছিল বেসরকারি বিমান সংস্থাগুলি৷ যাত্রীদের বিপন্নতার সুযোগ নিয়ে এ ভাবে বেলাগাম ভাড়া বৃদ্ধির বিরুদ্ধে আগেই সতর্ক করেছিল কেন্দ্রীয় সরকার৷ তাতেও কাজ না হওয়ায় এবার দূরত্ব অনুযায়ী বিমান ভাড়ার সর্বোচ্চ সীমা বেঁধে দিল কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক৷
বিমান ভাডা় বেঁধে দিল কেন্দ্র৷
বিমান ভাডা় বেঁধে দিল কেন্দ্র৷
advertisement

বিজ্ঞপ্তি জারি করে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক জানিয়েছে অযৌক্তিক ভাবে ভাড়া বৃদ্ধির ঘটনা নজরে আসায় যাত্রীদের স্বার্থেই এই পদক্ষেপ করছে তারা৷ কেন্দ্রীয় সরকার যে বিমান ভাডা় বেঁধে দিয়েছে, তা দেশের ভিতরে বা অন্তর্দেশীয় যাতায়াতের ক্ষেত্রে বিমানের ইকোনমি ক্লাসের টিকিটের জন্য প্রযোজ্য হবে৷

কেন্দ্রের বিজ্ঞপ্তি অনুযায়ী, ৫০০ কিলোমিটার পর্যন্ত যাত্রাপথের জন্য ইকোনমি ক্লাসের অন্তর্দেশীয় বিমান ভাড়া কোনওভাবেই ৭৫০০ টাকার বেশি হওয়া চলবে না৷ ৫০০ থেকে ১০০০ কিলোমিটার পর্যন্ত সর্বোচ্চ ভাড়া হবে ১২০০০ টাকা৷ ১০০০ থেকে ১৫০০ কিলোমিটার যাত্রাপথে সর্বোচ্চ ভাড়া ১৫০০০ টাকার নীচে থাকতে হবে৷ ১৫০০০ কিলোমিটারের উপরে সর্বোচ্চ বিমান ভাডা় হতে পারে ১৮ হাজার টাকা৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
প্রভাতের পাঠশালা’র হাত ধরে বদলে যাচ্ছে শালবনির শিশুদের ভবিষ্যৎ, জঙ্গলের মাঝে এক অন্য স্কুল
আরও দেখুন

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, এই ভাড়ার মধ্যে ইউডিএফ, পিএসএফ এবং অন্যান্য কর ধরা নেই৷ অনলাইন অথবা যে কোনও ধরনের বুকিংয়ের ক্ষেত্রে এই নির্দেশ মানতে হবে৷ যত দিন না পর্যন্ত দেশের ভিতরে বিমান ভাড়া স্থিতীশীল জায়গায় আসছে অথবা নতুন নির্দেশ দেওয়া হচ্ছে, ততদিন পর্যন্ত ভাড়া নিয়ে কেন্দ্রীয় সরকারের এই নির্দেশ মানতে হবে বিমানসংস্থাগুলিকে৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Indigo Crisis Update: ৫০০ কিলোমিটার পর্যন্ত সর্বোচ্চ বিমান ভাড়া ৭৫০০ টাকা! ইন্ডিগো কাণ্ডের জেরে টিকিটের দাম বেঁধে দিল কেন্দ্র
Open in App
হোম
খবর
ফটো
লোকাল