TRENDING:

সংসদে আগামী অধিবেশনেই তিন তালাক বিল পেশ

Last Updated:

যে সব বিল রাজ্যসভাতেই পেশ হয়ে, পাসের জন্য পড়ে রয়েছে, সেগুলি ল্যাপ্স হয়নি লোকসভা ভাঙার সঙ্গে৷ কিন্তু যে বিল লোকসভায় পাস হয়ে রাজ্যসভায় পড়েছিল, সেগুলি ল্যাপ্স হয়ে গিয়েছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: তাত্‍‌ক্ষণিক তিন তালাক নিষিদ্ধ করতে পরিমার্জিত বিল সংসদে পেশ করতে চলেছে কেন্দ্র৷ সংসদের আগামী অধিবেশনেই তিন তালাক বিল পেশ হবে সংসদে৷ গত মাসেই ১৬তম লোকসভা ভাঙার প্রক্রিয়া শেষ হয়েছে৷ তিন তালাকের আগের বিতর্কিত বিলটিও ল্যাপ্সড করে গিয়েছে৷ বিলটি লোকসভায় পাস হলেও, আটকে ছিল রাজ্যসভায়৷
advertisement

যে সব বিল রাজ্যসভাতেই পেশ হয়ে, পাসের জন্য পড়ে রয়েছে, সেগুলি ল্যাপ্স হয়নি লোকসভা ভাঙার সঙ্গে৷ কিন্তু যে বিল লোকসভায় পাস হয়ে রাজ্যসভায় পড়েছিল, সেগুলি ল্যাপ্স হয়ে গিয়েছে৷ তাই তামাদি হয়ে গিয়েছে তিন তালাক বিলও৷

১৭ জুন ১৭তম লোকসভা অধিবেশন শুরু হচ্ছে৷ ওই অধিবেশনেই নয়া বিল পেশ করা হবে৷ আগের সরকার গত ফেব্রুয়ারিতে তিন তালাক নিয়ে যে অর্ডিন্যান্স পাশ করেছিল, তার বদলি হতে চলেছে নতুন বিল। মোদি সরকার এর আগে অর্ডিন্যান্স এনে তিন তালাক বিল পাশ করানোর চেষ্টা করেছিল। কারণ লোকসভায় সংখ্যাগরিষ্ঠতা থাকলেও রাজ্যসভায় সংখ্যাগরিষ্ঠতা না-থাকায় বিরোধীরা বিল আটকে দেয়৷

advertisement

তবে এবার কেন্দ্রীয় মন্ত্রিসভার সম্মতি নিয়ে এই অধিবেশনেই সংসদে বিলটি নতুন করে পাশ হতে চলেছে। এই বিল পাস হলে, তাত্‍‌ক্ষণিক তিন তালাক নিষিদ্ধ হবে ভারতে৷ তিন তালাক দিলে তা দণ্ডণীয় অপরাধ হিসেবে গণ্য হবে৷

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

বাংলা খবর/ খবর/দেশ/
সংসদে আগামী অধিবেশনেই তিন তালাক বিল পেশ