যে সব বিল রাজ্যসভাতেই পেশ হয়ে, পাসের জন্য পড়ে রয়েছে, সেগুলি ল্যাপ্স হয়নি লোকসভা ভাঙার সঙ্গে৷ কিন্তু যে বিল লোকসভায় পাস হয়ে রাজ্যসভায় পড়েছিল, সেগুলি ল্যাপ্স হয়ে গিয়েছে৷ তাই তামাদি হয়ে গিয়েছে তিন তালাক বিলও৷
১৭ জুন ১৭তম লোকসভা অধিবেশন শুরু হচ্ছে৷ ওই অধিবেশনেই নয়া বিল পেশ করা হবে৷ আগের সরকার গত ফেব্রুয়ারিতে তিন তালাক নিয়ে যে অর্ডিন্যান্স পাশ করেছিল, তার বদলি হতে চলেছে নতুন বিল। মোদি সরকার এর আগে অর্ডিন্যান্স এনে তিন তালাক বিল পাশ করানোর চেষ্টা করেছিল। কারণ লোকসভায় সংখ্যাগরিষ্ঠতা থাকলেও রাজ্যসভায় সংখ্যাগরিষ্ঠতা না-থাকায় বিরোধীরা বিল আটকে দেয়৷
advertisement
তবে এবার কেন্দ্রীয় মন্ত্রিসভার সম্মতি নিয়ে এই অধিবেশনেই সংসদে বিলটি নতুন করে পাশ হতে চলেছে। এই বিল পাস হলে, তাত্ক্ষণিক তিন তালাক নিষিদ্ধ হবে ভারতে৷ তিন তালাক দিলে তা দণ্ডণীয় অপরাধ হিসেবে গণ্য হবে৷