TRENDING:

‘কুর্সি বাঁচানোর বাজেট’, খাড়্গের খোঁচায় তেলেবেগুনে জ্বলে উঠলেন নির্মলা! রাজ্যসভায় তোপ কংগ্রেসকে

Last Updated:

বিরোধীদের মূল অভিযোগ হল, বাজেটে শুধু এনডিএ শরিক নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নায়ডুর বিহার ও অন্ধ্রপ্রদেশকেই ঢেলে দিয়েছে কেন্দ্র। বাকি রাজ্যগুলো বঞ্চিত।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: বাজেটকে ‘বৈষম্যমূলক’ এবং ‘গদি বাঁচানোর বাজেট’ বলে কটাক্ষ করলেন রাজ্যসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ মল্লিকার্জুন খাড়্গে। তিনি বলেন, ‘‘কয়েকজনকে খুশি করতেই বাজেট করা হয়েছে। না তামিলনাড়ু, না কর্ণাটক, না হরিয়ানা, না রাজস্থান, না ওড়িশা। শুধু বিহার আর অন্ধ্রপ্রদেশ। বাকিরা কিছুই পেল না।’’
খাড়্গের খোঁচায় তেলেবেগুনে জ্বলে উঠলেন নির্মলা
খাড়্গের খোঁচায় তেলেবেগুনে জ্বলে উঠলেন নির্মলা
advertisement

খাড়্গের এই অভিযোগ শুনে তেলেবেগুনে জ্বলে ওঠেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। রাজ্যের নাম নিয়ে কংগ্রেসের উদ্দেশ্যে তিনি পাল্টা প্রশ্ন ছুঁড়ে দেন, “আপনি কি আপনার বাজেট বক্তৃতায় সব রাজ্যের নাম নিয়েছেন?’’

আরও পড়ুন– হরিদ্বারের গঙ্গার সামনে ‘হর হর মহাদেব’ স্লোগান দুই কাঁওয়ার যাত্রীর, তারপরই ছুটে এল আশপাশের লোক, হঠাৎ কী হল?

advertisement

বিরোধীদের মূল অভিযোগ হল, বাজেটে শুধু এনডিএ শরিক নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নায়ডুর বিহার ও অন্ধ্রপ্রদেশকেই ঢেলে দিয়েছে কেন্দ্র। বাকি রাজ্যগুলো বঞ্চিত। এই অভিযোগ ‘অপমানজনক’ বলে ফুঁসে ওঠেন নির্মলা। তাঁর দাবি, কংগ্রেস ‘ইচ্ছাকৃতভাবে’ আমজনতার মনে ধারণা তৈরির চেষ্টা করছে যে অন্য রাজ্যগুলিকে কিছু দেওয়াই হয়নি।

আরও পড়ুন– মন্দিরের কাছে পিএসি-র ট্রাকের কারণে যানজট! পুলিশের গাড়ির চালান কাটলেন আগ্রার ট্র্যাফিক এসপি, হতবাক জনতা

advertisement

রাজ্যসভায় বিরোধীদের অভিযোগের জবাবে নির্মলা সীতারমণ বলেন, “আপনাদের সময় আপনারা সব রাজ্যের নাম নিতেন? আমাকে দেখান। বাজেট বক্তৃতায় সব রাজ্যের নাম করিনি। কিন্তু তার মানে এই নয় যে আমরা সেই রাজ্যগুলোর জন্য বাজেটে কিছু রাখিনি।’’ নিজের বক্তব্যের স্বপক্ষে একাধিক উদাহরণ দেন নির্মলা। তিনি বলেন, “মন্ত্রিসভা ওয়াধাওয়ানে বন্দর তৈরির সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু গতকাল বাজেটে মহারাষ্ট্রের নাম নেওয়া হয়নি। এর মানে কী মহারাষ্ট্র অবহেলিত? বক্তৃতায় কোনও নির্দিষ্ট রাজ্যের নাম না নিলে কী সেই রাজ্যে সরকারি কর্মসূচি হয় না? জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে কংগ্রেস। এটা আপত্তিকর অভিযোগ।’’

advertisement

এখানেই থামেননি নির্মলা। টেনে আনেন বাংলার প্রসঙ্গও। তিনি বলেন, “গত ১০ বছরে বাংলাকে অনেক প্রকল্প দেওয়া হয়েছিল। কিন্তু বাংলা কেন্দ্রের প্রকল্পগুলো বাস্তবায়ন করেনি। এখন আমাকে প্রশ্ন করছে।’’ নির্মলার এই মন্তব্যে তৃণমূল সাংসদরা হইচই শুরু করে দেন।

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

এর আগে রাজ্যসভায় মল্লিকার্জুন খাড়্গে সরকারের বিরুদ্ধে তোপ দেগে বলেন, “গদি বাঁচাতে এমন বাজেট করা হয়েছে… আমরা এর নিন্দা করি। ইন্ডিয়া জোটের সব দলই এর বিরোধিতা করছে। ভারসাম্য না থাকলে উন্নয়ন হবে কী করে!’’ এরপরই রাজ্যসভা থেকে ওয়াকআউট করে বিরোধীরা।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
‘কুর্সি বাঁচানোর বাজেট’, খাড়্গের খোঁচায় তেলেবেগুনে জ্বলে উঠলেন নির্মলা! রাজ্যসভায় তোপ কংগ্রেসকে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল