বর্তমানে ভারতীয় রেলকে ঢেলে সাজাতে একাধিক পরিকল্পনা নিয়েছে কেন্দ্র। বুলেট ট্রেন চালানো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্ন। বন্দে ভারত ট্রেন দেশের বিভিন্ন রুটে চালানো হচ্ছে। আগামী দিনে সেই সংখ্যা আরও বাড়তে পারে। পাশাপাশি চলছে বুলেট ট্রেন তৈরির কাজও। এমন পরিস্থিতিতে আজকে পেশ হতে চলা বাজেটে কিছু বিশেষ ঘোষণা পেতে পারে রেল। মনে করা হচ্ছে, এবারের বাজেটে আরও বেশ কিছু হাই স্পিড ট্রেনের ঘোষণা করা হতে পারে। এবারের বাজেটে ২০০টি বন্দে ভারত ট্রেন মিলতে পারে।
advertisement
আগামী ৩ বছরে এই বন্দে ভারত এক্সপ্রেসগুলি ধীরে ধীরে রেল লাইনে আসতে পারে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই ৮টি বন্দে ভারত এক্সপ্রেস দেশের নানা প্রান্তে চলছে। এছাড়া, রেলের জন্য এবারের বাজেটে মূলত দুটি ঘোষণা হতে পারে।রাজধানী, শতাব্দী এক্সপ্রেস, দুরন্তর মতো সব দ্রুতগতির ট্রেনগুলির ট্রেনের আরও গতি বাড়ানো হতে পারে। একাধিক রুটে বন্দে ভারত ট্রেন দিয়ে বদলে ফেলা হতে পারে অন্য ট্রেন। গুরুত্বপূর্ণ রুটে প্রতি ঘন্টায় ১৮০ কিলোমিটারের বেশি গতিতে ট্রেন চালাতে পারে রেল। ভারতীয় রেলের গতি ও রফতানি ক্ষমতা বাড়ানোর এই পরিকল্পনা ছাড়াও রেলের পরিকাঠামো শক্তিশালী করতে বাজেটে তহবিল বরাদ্দ বাড়ানো হতে পারে।
আরও পড়ুন - Health Tips: শীতকালের এই সস্তার ফল কামাল করে, ডায়াবেটিস হবে কন্ট্রোল, বাড়াবে হাড়ের জোর, গুণ লুকিয়ে অনেক
এই বাজেটে ২০২৪ সালের আর্থিক বছরের হিসেবে রেলের খাতে আসতে পারে ১.৯ লাখ কোটি টাকা। যা চলতি বছরে রয়েছে ১.৪ লাখ কোটি টাকা। সেক্ষেত্রে এরফলে চলতি বছরের তুলনায় ৩০ শতাংশ বাড়তে পারে বাজেট বরাদ্দ।ভারতীয় রেলের আধিকারিকরা জানাচ্ছেন, আয় ও ব্যায়ের মধ্যে সমতা বজায় রেখে চলার ঘোষণা হতে পারে৷ রেলের এখন এক টাকা আয় করতে যে অর্থ খরচ হচ্ছে তা নিয়ন্ত্রণ করে আয় বাড়াতে চায় রেল।
ABIR GHOSHAL