TRENDING:

Union Budget 2021: কমবে 'টেক হোম স্যালারি', কোপ পিএফ-এ! বাজেটে চাকরিজীবীদের জোড়া ধাক্কা

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দিল্লি: আয়কর কাঠামোয় কোনও পরিবর্তন হয়নি৷ তার উপর এবারের বাজেটে নতুন যে ওয়েজ কোড (Wage Code0-এর কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ, তা কার্যকর হলে কমবে টেক হোম স্যালারি-র পরিমাণ৷ শুধু তাই নয় কমে যাবে অবসরকালীন সঞ্চয়ও৷
advertisement

সোমবার বাজেট ঘোষণা করতে গিয়ে নির্মলা সীতারমণ জানিয়েছেন, প্রভিডেন্ট ফান্ডে বছরে আড়াই লক্ষ টাকার বেশি বেতন থেকে জমা পড়লেই তা করের আওতায় চলে আসবে৷ অথচ অবসরকালীন সঞ্চয়ের জন্য প্রভিডেন্ট ফান্ডে টাকা রাখাই চাকরিজীবীদের প্রথম পছন্দ৷ এতদিন পর্যন্ত প্রভিডেন্ট ফান্ড থেকে কর মুক্ত আর্থিক রাশি পাওয়ার ক্ষেত্রে কোনও ঊর্ধ্বসীমা ছিল না৷ গত বছর বাজেটে প্রভিডেন্ট ফান্ডে নিয়োগকারীর অনুদানের বার্ষিক ঊর্ধ্বসীমা সাড়ে ৭ লক্ষ টাকায় বেঁধে দেওয়া হয়৷ এবার বছরে এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ডে বছরে আড়াই লক্ষ টাকার বেশি জমা দিলে টাকা তোলার সময় সেখান থেকে কর কাটা হবে৷

advertisement

আবার ২০১৯ সালে পাশ হওয়া নতুন ওয়েজ কোড অনুযায়ী, কর্মচারীর বেতন থেকে পিএফ-এর অনুদান বাড়ানো হবে৷ যার ফলে কমবে টেক হোম স্যালারি৷ অর্থাৎ মাসের শেষে হাতে আরও কম টাকা পাবেন বেতনভূকরা৷ নতুন এই বিধি অনুযায়ী, কর্মচারীর মোট বেতনের মধ্যে ভাতার অংশ ৫০ শতাংশের বেশি হওয়া চলবে না৷ এর ফলে নিয়োগকারীদের খরচ বাড়বে এবং কর্মীদের টেক হোম স্যালারি কমবে৷

advertisement

নতুন এই নিয়ম মানতে গিয়ে কর্মচারীদের মূল বেতন বাড়াতে হবে নিয়োগকারীদের৷ যাতে নিয়োগকারী এবং কর্মচারী দুই তরফেই পিএফ অনুদানের অংশ বাড়ানো যায়৷

সেরা ভিডিও

আরও দেখুন
ভিডিও দিলেই ভাইরাল, সমাজ মাধ্যাম কাঁপিয়ে দিচ্ছে খুদে! 'ফ্যান' প্রসেনজিৎ, শিলাজিত
আরও দেখুন

উদাহরণ হিসেবে বলা যায়, অমিত চৌধুরী (কাল্পনিক নাম) নামে কোনও একজন কর্মচারীর মাসিক বেতন ছিল ১ লক্ষ টাকা৷ এর মধ্যে প্রতি মাসে ২০ হাজার টাকা প্রভিডেন্ট ফান্ডের জন্য কেটে নেওয়া হত৷ নতুন ওয়েজ কোড চালু হলে অমিতের পিএফ অনুদান বেড়ে হবে ২৫ হাজার টাকা৷ অর্থাৎ অমিতের মাসিক টেক হোম স্যালারি প্রতি মাসে ৫ হাজার টাকা কমে গেল৷ আবার যেহেতু প্রভিডেন্ট ফান্ডে তাঁর বার্ষিক অনুদান আড়াই লক্ষ টাকা ছাড়িয়ে যাচ্ছে, তাই ২০২১ সালের বাজেট অনুযায়ী অমিতের প্রভিডেন্ট ফান্ডের সঞ্চয়ও করের আওতায় চলে আসবে৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Union Budget 2021: কমবে 'টেক হোম স্যালারি', কোপ পিএফ-এ! বাজেটে চাকরিজীবীদের জোড়া ধাক্কা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল