TRENDING:

PM Narendra Modi: প্রধানমন্ত্রীর বাড়ির উপরে হঠাৎ উড়ে এল ড্রোন! ভোরবেলা দিল্লিতে রহস্য, তদন্তে পুলিশ

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনের উপরে সন্দেহভাজন ড্রোন উড়তে দেখা গেল৷ এই ঘটনাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে৷ প্রধানমন্ত্রীর বাস ভবন চত্বর নো ফ্লাইং জোন হিসেবে চিহ্নিত৷ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ৷
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ ফাইল ছবি
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ ফাইল ছবি
advertisement

জানা গিয়েছে, সোমবার ভোর পাঁচটা নাগাদ প্রধানমন্ত্রীর বাসভবনের উপরে ড্রোন ওড়ার খবর আসে দিল্লি পুলিশের কাছে৷ প্রধানমন্ত্রীর বাস ভবনের নিরাপত্তার দায়িত্বে থাকা এসপিজি-র পক্ষ থেকেই দিল্লি পুলিশকে ড্রোন ওড়ার খবর দেওয়া হয়৷ এর পরেই নরেন্দ্র মোদির বাসভবনে ছুটে যায় দিল্লি পুলিশ৷

আরও পড়ুন: শিবসেনার মতোই এনসিপির নাম, প্রতীক নিয়ে কাড়াকাড়ি! কমিশনে শরদ- অজিত দু’ পক্ষই

advertisement

দিল্লি পুলিশের পক্ষ থেকে বিবৃতিতে জানানো হয়েছে, ‘প্রধানমন্ত্রীর বাস ভবনের উপরে নো ফ্লাইং জোনে একটি ড্রোন ওড়ার খবর পাই আমরা৷ এসপিজি ভোর সাড়ে পাঁচটার সময় এই খবর দেয়৷ তদন্ত চলছে৷’

পুলিশের পক্ষ থেকে অবশ্য জানানো হয়েছে, খবর পাওয়ার পরই প্রধানমন্ত্রীর বাস ভবনের আশেপাশের এলাকায় তল্লাশি চালানো হয়৷ কিন্তু ড্রোন জাতীয় কিছু পাওয়া যায়নি৷ দিল্লি বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গেও যোগাযোগ করা হয়৷ কিন্তু তারাও প্রধানমন্ত্রীর বাড়ির কাছাকাছি চত্বরে কোনও উড়ন্ত বস্তু চিহ্নিত করতে পারেনি৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

নয়াদিল্লির ৭ নম্বর লোকমার্গে প্রধানমন্ত্রীর বাস ভবন৷ প্রধানমন্ত্রীর এই বাসভবনের নাম পঞ্চবটী৷ যদিও সেখানে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ৷

বাংলা খবর/ খবর/দেশ/
PM Narendra Modi: প্রধানমন্ত্রীর বাড়ির উপরে হঠাৎ উড়ে এল ড্রোন! ভোরবেলা দিল্লিতে রহস্য, তদন্তে পুলিশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল