TRENDING:

নিরামিষ খাবার মুখে রুচছে না, নির্বিচারে তিতির পাখি মেরে মাংস খাচ্ছে পরিযায়ী শ্রমিকরা

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#রাজস্থান:  চলছে লকডাউন । দেশ জুড়ে বন্ধ সমস্ত যোগাযোগ ব্যবস্থা। ফলে দেশের বিভিন্ন জায়গায় আটকে রয়েছেন পরিযায়ী শ্রমিকরা । সেই ছবি বারবারই উঠে আসছে সংবাদ মাধ্যমের পর্দায় । শুধু তাই নয়, অনেক পরিযায়ী শ্রমিক যানবাহন না পেয়ে হেঁটে ঘরে ফেরার চেষ্টা করছেন। কেউ ফিরতে পারছেন, কেউ বা মাঝ রাস্তাতেই মারা যাচ্ছেন । তবে এবার দেখা গেল একেবারে ভিন্ন ছবি।
advertisement

ঘটনাটি ঘটেছে রাজস্থানের জয়সালমীরে । মধ্যপ্রদেশের পাঁচ শ্রমিক রাজস্থানের নোখা গ্রামের কোয়ারান্টাইন সেন্টারে রয়েছেন এই মুহূর্তে। কিন্তু সেই সেন্টারে তাদের রোজই নিরামিষ খাবার দেওয়া হচ্ছিল । সেই খাবার মুখে রুচছিল না ওই পাঁচজনের । জঙ্গলে গিয়ে তিতির পাখি শিকার করে তারা । ঘটনাটি প্রথমে এক শিক্ষকের নজরে আসে। তিনি তাদের হত্যা করতে নিষেধ করেন। কিন্তু নিষেধ অগ্রাহ্য করে ওই পাঁচজন । তখন পুলিশে খবর দেন ওই শিক্ষক। পুলিশ এসে তাদের গ্রেফতার করে। অভিযুক্তদের বিরুদ্ধে বন্যপ্রাণ সংরক্ষণ আইনের বিশেষ ধারায় মামলা রুজু করা হয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
১৭ রাজ্য পাড়ি দিয়ে শান্তির বার্তা — স্কুটিতে একা অভিযানে বর্ধমানের শিক্ষিকা
আরও দেখুন
বাংলা খবর/ খবর/দেশ/
নিরামিষ খাবার মুখে রুচছে না, নির্বিচারে তিতির পাখি মেরে মাংস খাচ্ছে পরিযায়ী শ্রমিকরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল