CSE এর রিপোর্ট অনুযায়ী, ২০১৬ ও ২০১৮ এর মধ্যে কাজ হারিয়েছেন প্রায় ৫০ লক্ষ মানুষ , বিশেষ করে কর্মসংস্থানের এই ঘাটতির সূত্রপাত হয় ২০১৬ এর নোটবন্দির পর থেকেই । তবে নোটবন্দি ও কর্মসংস্থানে ঘাটতির মধ্যে প্রত্যক্ষ কোনও যোগসূত্রে আছে কি না তা এই রিপোর্টে স্পষ্ট করে বলা হয়নি ।
দেশের লেবার মার্কেট বা প্রত্যক্ষ যোগানের বাজারের উপর কনস্যুমার পিরামিড সার্ভের মাধ্যমে তথ্য সংগ্রহ করে এই পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে । প্রতি ৪ মাসে প্রায় ১,৬০,০০০ বাড়িতে সার্ভে করা হয়েছে ও তারপরই এই সামগ্রিক তথ্য প্রকাশিত হয়েছে ২০১৮ সালে বেকারত্বের হার বৃদ্ধি পেয়েছে প্রায় ৬% হারে । এই রিপোর্ট প্রকাশ হওয়ার পর নোবেলজয়ী আমেরিকান অর্থনীতিবিদ পল ক্রুগম্যান News18 কে জানিয়েছেন নির্মাণ ক্ষেত্রে উৎপাদন ও প্রসারণ না হলে ভারতে গণ বেকারত্বের সৃষ্টি হবে ।
advertisement
বর্তমান সরকার ২০১৬-১৭ সালের লেবার ব্যুরো রিপোর্ট প্রকাশ করতেও ব্যর্থ হয়েছে, জানিয়েছে CSE রিপোর্ট । লোকসভা নির্বাচনের আগে এই রিপোর্টকে কাজে লাগিয়ে বিরোধীপক্ষ যে প্রস্তুতি নেবে সেই অভিমতও রয়েছে রাজনৈতিক মহলে ।