পরনের পোশাকের জন্য এই দলের নাম হয়েছে ‘আন্ডারওয়্যার গ্যাং’ বা ‘চাড্ডি বেনিয়ান গ্যাং’। দেশজুড়ে পর পর দুষ্কর্মের জন্য অভিযুক্ত এই দল। সাধারণত অন্তর্বাস পরেই এরা হানা দেয়। হাতে থাকে ধারাল অস্ত্র। এখনও তদন্তে এটা স্পষ্ট নয় যে একই দল দেশের নানা প্রান্তে হানা দিচ্ছে নাকি অন্তর্বাস পরে আসরে নেমেছে একাধিক দল।
advertisement
মালেগাঁওতে ইদানীং খবর হয়েছিল ‘গাউন গ্যাং’ নিয়েও। এই দলের দুষ্কৃতীরা আবার হানা দিত গাউন পরে। সিটিটিভি ফুটেজে দেখা গিয়েছে তাদেরও। আগের সপ্তাহে মালেগাঁও-এর একাধিক বাড়িতে চুরি করেছে এই দল। তাদের হামলা থেকে রেহাই পায়নি মন্দিরের দানপাত্রও। গাউন এবং তার পর অন্তর্বাস পরা চোরের দলের কীর্তিতে ত্রস্ত মালেগাঁও এলাকার বাসিন্দারা। পুলিশের কাছে কঠোর পদক্ষেপের আবেদন জানিয়েছেন তাঁরা।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 04, 2024 12:17 PM IST