TRENDING:

ভারত পাক উত্তেজনা দমন করতে মধ্যস্থতায় রাজি বান কি মুন

Last Updated:

ভারত-পাক উত্তেজনা দমনে এবার নিজে আলোচনা চালানোর প্রস্তাব দিলেন রাষ্ট্রসংঘের মহাসচিব বান কি মুন। শুক্রবারই, দুই পরমাণু শক্তিধর দেশকে নিয়ন্ত্রণ রেখায় শান্তি বজায়ের আবেদন জানিয়েছেন তিনি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: ভারত-পাক উত্তেজনা দমনে এবার নিজে আলোচনা চালানোর প্রস্তাব দিলেন রাষ্ট্রসংঘের মহাসচিব বান কি মুন। শুক্রবারই, দুই পরমাণু শক্তিধর দেশকে নিয়ন্ত্রণ রেখায় শান্তি বজায়ের আবেদন জানিয়েছেন তিনি। পরিস্থিতি যাতে হাতের বাইরে না যায় সেজন্য দু’পক্ষকেই আবেদন জানিয়েছেন। দু’দেশ রাজি থাকলে একইসঙ্গে কাশ্মীর সহ নানা ইস্যুতে নিজে আলোচনা শুরু করার প্রস্তাব দিয়েছেন।
advertisement

এদিন রাষ্ট্রসংঘের মহাসচিব বান কি মুন বলেন, ‘পরিস্থিতি আয়ত্তে আনতে পদক্ষেপ করুক দু’দেশ ৷ কূটনীতি ও আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধান ৷’

এর মধ্যেই, পরমাণু হামলা নিয়ে গরমাগরম মন্তব্য থেকে বিরত থাকার জন্য পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশের মধ্যে চলা জঙ্গি ঘাঁটিগুলি ধ্বংস করার জন্য ইসলামাবাদকে সরাসরি জানিয়েছে ওয়াশিংটন।

মার্কিন যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র দফতরের কর্তা মার্ক টোনারের মন্তব্য, যে কোনও পরমাণু শক্তিধর দেশকেই অনেক বেশি নমনীয় হতে হয়। কয়েকদিন আগেই, ভারতে পরমাণু অস্ত্রের হামলা চালানোর হুমকি দেন পাক প্রতিরক্ষামন্ত্রী।

advertisement

আরও পড়ুন

পরমাণু হামলা চালিয়ে ধ্বংস করে দেওয়া হবে ভারতকে, হুমকি পাকিস্তানের

তার আগে গত ১৮ সেপ্টেম্বর, ভোর ৫:২০ নাগাদ সেনা ক্যাম্পে ঢুকে হামলা চালায় তিন চারজনের একটি পাক জঙ্গি দল ৷  জম্মু কাশ্মীরের উরি সেক্টরের সেনা ছাউনিতে ভয়াবহ হামলা চালায় জঙ্গিরা ৷ কোনও কিছু বুঝে ওঠার আগেই সীমান্ত পেরিয়ে আশা পাক জঙ্গিরা ঘুমন্ত জওয়ানদের টেন্টের দিকে গ্রেনেড ছুঁড়তে থাকে ৷ গ্রেনেড বিস্ফোরণে আগুন ধরে যায় সেনা তাঁবুতে ৷ এই হামলায় মৃত্যু হয় ১৯ জন জওয়ানের ৷

advertisement

উরি হামলার পরিবর্তে ভারতের সার্জিক্যাল স্ট্রাইক ৷ সন্ত্রাস নিয়ে একাধিকবার প্রমাণ দেওয়া সত্ত্বেও কোনও পদক্ষেপ নেয়নি পাকিস্তান ৷ সীমান্ত পেরিয়ে বারবার জঙ্গি অনুপ্রবেশের প্রতিরোধ নিজের হাতেই তুলে নেয় ভারতীয় সেনা ৷ বুধবার গভীর রাতে নিয়ন্ত্রণরেখা পেরিয়ে পাক ভূমিতে ঢুকে বৃহস্পতি রাতভর অভিযান চালায় সেনা ৷ ভারতের এই প্রত্যাঘাতে টলমল পাকিস্তান  কিছুটা সামলে উঠতে না উঠতেই ফের আক্রমণের হুঙ্কার ছুঁড়েছে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
সামনের লম্বা ছুটিতে ডুয়ার্স ঘুরতে যাওয়ার প্ল্যান! কোথায় পড়বে কত খরচ, জানুন
আরও দেখুন

নিয়ন্ত্রণরেখা বরাবর সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে লাগাতার গুলি চালাচ্ছে পাকিস্তান ৷ চলতি মাসে উরির ঘটনা ছাড়াও ২০ বার অনুপ্রবেশের চেষ্টা করেছে পাক জঙ্গিরা ৷  ভারতীয় জওয়ানদের প্রতিরোধে যা ব্যর্থ হয়েছে ৷

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
ভারত পাক উত্তেজনা দমন করতে মধ্যস্থতায় রাজি বান কি মুন