চলতি মাসের শেষেই রয়েছে উমর খালিদের বোনের বিয়ে। সেই বিয়েতে যোগ দেওয়ার জন্য কয়েকদিন আগেই কারকারডুমা আদালতে জামিনের আবেদন করেছিলেন উমর। আদালত এদিন ১৬ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছে। রয়েছে ২০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডও।
আরও পড়ুন: শূন্যপদ ১৩৪২১, আবেদন জমা পড়ল ৬০০০০! প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউ কোথায়-কবে? বড় খবর
advertisement
বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইন UAPA-অধীনে মামলায় শুনানির জন্য বিশেষ আদালতে এই মামলাটি ওঠে। সেখানেই দু’পক্ষের যুক্তি শোনার পর দুই সপ্তাহের জন্য জামিনের আবেদন মঞ্জুর করে আদালত।
২০২০ সালের দিল্লি অশান্তির মামলায় গ্রেফতার হয়েছিলেন তিনি। উমর খালিদ-সহ শার্জিল ইমাম, মীরান হায়দর, গুলফিশা ফতিমা এবং অন্যদের জামিনের বিরোধিতায় ১৭৭ পাতার হলফনামা জমা করেছে দিল্লি পুলিশ। তাদের দাবি, দিল্লির বুকে এমনি এমনি অশান্তি বাঁধেনি। বরং পরিকল্পিত ভাবে হিংসা ঘটানো হয়েছিল, যাতে ভারতের অভ্যন্তরীণ সম্প্রীতি এবং আন্তর্জাতিক অবস্থানকে নড়বড়ে করে দেওয়া যায়। সাম্প্রদায়িকতা নির্ভর গভীর ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন উমর-সহ বাকি অভিযুক্তরা।
