TRENDING:

শিক্ষক নিয়োগে কমতে চলেছে ST, SC ও OBC -এর সংরক্ষিত আসন

Last Updated:

শিক্ষক নিয়োগে কমতে চলেছে ST, SC ও OBC -এর সংরক্ষিত আসন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
 #নয়াদিল্লি: কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে নয়া নীতি গ্রহণ করতে চলেছে UGC ৷ ইউনিভার্সিটি গ্রান্ট কমিশনের এই নয়া নীতির জন্য কোপ পড়তে চলেছে ST, SC ও OBC-দের জন্য সংরক্ষিত আসনে ৷ নয়া নীতি লাগু হলে কমে যাবে তপশিলী জাতি, উপজাতি ও অনগ্রসর শ্রেণীভুক্তদের জন্য সংরক্ষিত আসন ৷
advertisement

শিক্ষক নিয়োগে এবার বদলাচ্ছে আসন অনুপাত ৷ এলাহাবাদ হাইকোর্টের একটি রায়কে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে পদ্ধতিতে পরিবর্তন আনছে UGC ৷ এবার থেকে সংরক্ষিত আসনে বিভাগীয় শূন্য পদ বা প্রয়োজনীয়তার ভিত্তিতেই শিক্ষক নিয়োগ করা হবে ৷ অর্থাৎ কোন বিষয়ে কত শূন্যপদ তার উপরেই ভিত্তি করে সুযোগ পাবেন সংরক্ষিত শ্রেণীভুক্ত চাকরি প্রার্থীরা ৷ এর ফলে কমতে পারে মোট সংরক্ষিত আসন সংখ্যা ৷

advertisement

ugc

এতদিন ধরে বিভিন্ন বিষয় মিলিয়ে মোট শূন্য পদের উপর সংরক্ষিত থাকত আসন ৷ এলাহাবাদ হাইকোর্টের একটি রায়ের প্রভাবে বদলে যাচ্ছে এই নিয়ম ৷ শিক্ষক নিয়োগ সংক্রান্ত একটি মামলায় আদালত রায় দেয় যে এবার থেকে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে মোট আসনের পরিবর্তে বিভাগীয় শূন্যপদের ভিত্তিতে তপশিলী জাতি, উপজাতি ও অনগ্রসর শ্রেণীভুক্তদের জন্য আসন সংরক্ষিত করা হবে ৷

advertisement

আদালত শুনানি চলাকালীন বলে মোট শূন্য পদের ভিত্তিতে সংরক্ষিত আসন নির্ধারণ করা হলে কোনও কোনও বিভাগে সমস্ত আসনেই সংরক্ষিত প্রার্থীরা চাকরি পেতে পারেন, আবার কোনও বিভাগে সমস্ত আসনেই সাধারণ প্রার্থীদের নিয়োগ করা হতে পারে ৷ এই বৈষম্য বন্ধ করতে এবং প্রতিটি বিভাগে সাধারণ ও সংরক্ষিত আসনের অনুপাতে সামঞ্জস্য বজায় রাখতেই এই সিদ্ধান্ত ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এলাহাবাদ হাইকোর্টের এই রায়ের পরেই শিক্ষক নিয়োগের নয়া পদ্ধতি স্থির করতে চলেছে UGC ৷ এছাড়া নিয়োগ সংক্রান্ত এরকম আর বেশ কিছু মামলার রায়কেও খুঁটিয়ে দেখছে ইউজিসি-এর স্ট্যান্ডিং কমিটি ৷ কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের চুড়ান্ত সবুজ সিগন্যাল মেলার পরই লাগু হবে এই নয়া নিয়ম ৷ সব মিলিয়ে শীঘ্রই নয়া পদ্ধতিতে শিক্ষক নিয়োগ করতে চলেছে UGC ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
শিক্ষক নিয়োগে কমতে চলেছে ST, SC ও OBC -এর সংরক্ষিত আসন