TRENDING:

বাল ঠাকরের প্রথম র‌্যালি থেকে উদ্ধবের শপথ, শিবসেনার 'শিবতীর্থ' শিবাজিপার্ক

Last Updated:

১৯৬৬ সালের অক্টোবর মাসে, যেদিন বাল ঠাকরে তাঁর প্রথম র‌্যালি করেন, ঠাকরে পরিবার তখন বেশ উদ্বিগ্ন ছিল, ভিড় হবে কিনা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: মুম্বইকরদের কাছে শিবাজিপার্ক, কলকাতাবাসীর কাছে ময়দানের মতো৷ আর শিবাজিপার্ক জানে, শিবসেনার 'প্রথম সব কিছু'৷ ১৯৬৬ সালে শিবসেনার প্রথম র‌্যালি থেকে শুরু করে বালাসাহেব ঠাকরের অন্ত্যেষ্টি৷ ১৯৯৫ সালে শিবসেনা নেতা মনোহর জোশীর মুখ্যমন্ত্রী পদে শপথ থেকে শুরু করে আজ শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের মুখ্যমন্ত্রী পদে শপথগ্রহণ৷ গত ৫ দশকেরও বেশি সময় ধরে দাদারের শিবাজিপার্ক গেরুয়া রাজনীতির প্রাণকেন্দ্র৷
advertisement

শিবাজি পার্ক

আজ অর্থাত্‍ বৃহস্পতিবার সেই ঐতিহাসিক শিবাজিপার্কেই মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন উদ্ধব ঠাকরে৷ শিবাজিপার্ক শুধু গেরুয়া রাজনীতি নয়, শিবসেনার ৪ প্রজন্মের উত্থানেরও সাক্ষী৷ কেশব ঠাকরে, তাঁর পুত্র বালাসাহেব ঠাকরে, উদ্ধব ও রাজ ঠাকরে এবং বর্তমানে আদিত্য ঠাকরে৷ দাদার-ওয়াডালা-মাতুঙ্গ-সিওন-মাহিম টাউন প্ল্যানিং স্কিমের আওতায় দাদারে ২৮ একরের ওই মাঠ তৈরি হয়েছিল ১৯২৫-২৬ সালে৷ ১৯২৭ সালে ছত্রপতি শিবাজির নামে মাঠটির নামকরণ করা হয়৷

advertisement

রাজনৈতিক অনুষ্ঠান ছাড়াও শিবাজি পার্কে প্রচুর স্পোর্টস ইভেন্টও হয়৷ সচিন তেন্ডুলকার ও বিনোদ কাম্বলির উত্থানও এই মাঠেই৷ ওই মাঠেই তাঁদের বড় হওয়া৷ বরিষ্ঠ সাংবাদিক প্রকাশ আকোলকর 'শিবসেনার ইতিহাস' নিয়ে বইয়ে লিখেছেন, ১৯৬৬ সালের অক্টোবর মাসে, যেদিন বাল ঠাকরে তাঁর প্রথম র‌্যালি করেন, ঠাকরে পরিবার তখন বেশ উদ্বিগ্ন ছিল, ভিড় হবে কিনা৷ তাই স্টেজটি করা হয়েছিল মাঠের মাঝখানে৷ কিন্তু দেখা যায়, মাঠে থিকথিকে ভিড়৷ সেই থেকে শিবসেনার কাছে শিবাজি পার্ক হল 'শিবতীর্থ'৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

যে দিন প্রথম শিবসেনার মুখ্যমন্ত্রী হন মনোহর জোশি, সে দিন রাজভবন নয়, শপথগ্রহণের জন্য শিবাজি পার্কই বেছেছিলেন বাল ঠাকরে৷ আজ সেই শিবাজিপার্কেই শপথ নিচ্ছেন ঠাকরে পরিবারের প্রথম মুখ্যমন্ত্রী৷ শিবসেনার তরফে আজ মন্ত্রী হিসাবে শপথ নেবেন একনাথ শিন্ডে ও দিওয়ারকার রাওতে। শরদ পাওয়ারের এনসিপির তরফে শিবাজী পার্কে শপথ নেবেন ছগন ভুজওয়াল ও দিলীপ ওয়ালসে পাতিল। কংগ্রেসের তরফে মন্ত্রী হপদে শপথ নেবেন অশোক চৌহান ও বালাসাহেব থোরাট।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
বাল ঠাকরের প্রথম র‌্যালি থেকে উদ্ধবের শপথ, শিবসেনার 'শিবতীর্থ' শিবাজিপার্ক