TRENDING:

Manipur Viral Video: গণধর্ষণের পর মণিপুরে বিবস্ত্র করে ঘোরানো হল দুই মহিলাকে! দেশজুড়ে নিন্দার ঝড়

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ইম্ফল: প্রথমে মাঠের মধ্যে নিয়ে গিয়ে গণধর্ষণ৷ তার উপর বিবস্ত্র করে দুই মহিলাকে রাস্তা দিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে একদল পুরুষ৷ তার মধ্যেও দুই মহিলাকে ক্রমাগত হেনস্থা ও শারীরিক নির্যাতন চলছে৷
প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
advertisement

অশান্ত মণিপুরের এমনই এক ভয়াবহ ভিডিও ভাইরাল হতেই দেশ জুড়ে নিন্দার ঝড় উঠেছে৷ ঘটনা যে সত্যি, তা বিবৃতি দিয়ে স্বীকার করে নিয়েছেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং৷ একই সঙ্গে দোষীদের কঠোর শাস্তির আশ্বাস দিয়েছেন তিনি৷

মুখ্যমন্ত্রী যাই বলুন না কেন, ঘটনাটি প্রায় দু মাস আগের৷ এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, মণিপুরের কাংগপোকপি জেলায় গত ৪ মার্চ এই ঘটনা ঘটেছিল৷ রাজধানী ইম্ফল থেকে ওই এলাকাটি প্রায় ৩৫ কিলোমিটার দূরে৷ আদিবাসীদের সংগঠন আইটিএলএফ অভিযোগ করেছে, বিবস্ত্র করে রাস্তায় ঘোরানোর আগে একটি মাঠের মধ্যে গণধর্ষণ করা হয় ওই দুই নির্যাতিতাকে৷ শিউরে ওঠার মতো এই ভিডিও ভাইরাল হওয়ার পরই প্রশ্ন উঠেছে, ঘটনার পর প্রায় দু মাস কেটে গেলেও কেন অভিযুক্তদের গ্রেফতার করতে পারল না পুলিশ৷ ভিডিও ভাইরাল হওয়ায় দুই নির্যাতিতার পরিচয়ও ফাঁস হয়ে গিয়েছে।

advertisement

গত প্রায় দু মাস ধরে গোষ্ঠী সংঘর্ষে আগুন জ্বলছে মণিপুের৷ যে দিন এই দুই মহিলাকে নির্যাতন করা হয় বলে অভিযোগ, তার ঠিক একদিন আগে আদিবাসী মেইতেই সম্প্রদায়ের সঙ্গে পাহাড়ি অঞ্চলে বসবাসকারী কুকিদের সংঘর্ষ শুরু হয়েছিল৷ এই ঘটনা তারই জেরে কি না, তা অবশ্য জানা যায়নি৷ মেইতেইদের তফশিলি উপজাতির স্বীকৃতি দেওয়ার দাবিকে ঘিরেই অশান্তির সূত্রপাত।

advertisement

মণিপুর পুলিশের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ইতিমধ্যেই অপহরণ, গণধর্ষণ এবং খুনের মামলা দায়ের করে অভিযুক্তদের সন্ধান চলছে৷ মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন সিং ট্যুইট করে দাবি করেছেন, ঘটনার কথা প্রকাশ্যে আসতেই কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানি তাঁকে ফোন করেছিলেন৷ দ্রুত অভিযুক্তদের গ্রেফতার করা হবে বলে কেন্দ্রীয় মন্ত্রীকে আশ্বস্ত করেছেন মণিপুরের মুখ্যমন্ত্রী৷ স্মৃতি ইরানি নিজেও ট্যুইট করে ঘটনার তীব্র নিন্দা করেছেন৷

এমনিতেই গত দু মাস ধরে মণিপুর ইস্যুতে চাপে রয়েছে কেন্দ্রীয় সরকার ও বিজেপি নেতৃত্ব৷ নতুন এই ভিডিও ভাইরাল হওয়ার পর সেই অস্বস্তি আরও বেড়েছে৷

সেরা ভিডিও

আরও দেখুন
এ যেন 'মেঘভাঙা' বৃষ্টি! হাসিমারায় পরিস্থিতি খারাপ, 'লাল চোখ' দেখাচ্ছে তোর্ষা
আরও দেখুন

এই ঘটনার উল্লেখ করে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিঁধে ট্যুইট করেছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি৷ ট্যুইটারে ঘটনার নিন্দা করে তিনি লিখেছেন, ‘কেন্দ্রীয় সরকার, প্রধানমন্ত্রী কেন মণিপুরের ঘটনায় চোখ বন্ধ করে বসে আছেন? এমন ছবি কি তাঁকে বিচলিত করে না?’

বাংলা খবর/ খবর/দেশ/
Manipur Viral Video: গণধর্ষণের পর মণিপুরে বিবস্ত্র করে ঘোরানো হল দুই মহিলাকে! দেশজুড়ে নিন্দার ঝড়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল