TRENDING:

Manipur Viral Video: গণধর্ষণের পর মণিপুরে বিবস্ত্র করে ঘোরানো হল দুই মহিলাকে! দেশজুড়ে নিন্দার ঝড়

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ইম্ফল: প্রথমে মাঠের মধ্যে নিয়ে গিয়ে গণধর্ষণ৷ তার উপর বিবস্ত্র করে দুই মহিলাকে রাস্তা দিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে একদল পুরুষ৷ তার মধ্যেও দুই মহিলাকে ক্রমাগত হেনস্থা ও শারীরিক নির্যাতন চলছে৷
প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
advertisement

অশান্ত মণিপুরের এমনই এক ভয়াবহ ভিডিও ভাইরাল হতেই দেশ জুড়ে নিন্দার ঝড় উঠেছে৷ ঘটনা যে সত্যি, তা বিবৃতি দিয়ে স্বীকার করে নিয়েছেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং৷ একই সঙ্গে দোষীদের কঠোর শাস্তির আশ্বাস দিয়েছেন তিনি৷

মুখ্যমন্ত্রী যাই বলুন না কেন, ঘটনাটি প্রায় দু মাস আগের৷ এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, মণিপুরের কাংগপোকপি জেলায় গত ৪ মার্চ এই ঘটনা ঘটেছিল৷ রাজধানী ইম্ফল থেকে ওই এলাকাটি প্রায় ৩৫ কিলোমিটার দূরে৷ আদিবাসীদের সংগঠন আইটিএলএফ অভিযোগ করেছে, বিবস্ত্র করে রাস্তায় ঘোরানোর আগে একটি মাঠের মধ্যে গণধর্ষণ করা হয় ওই দুই নির্যাতিতাকে৷ শিউরে ওঠার মতো এই ভিডিও ভাইরাল হওয়ার পরই প্রশ্ন উঠেছে, ঘটনার পর প্রায় দু মাস কেটে গেলেও কেন অভিযুক্তদের গ্রেফতার করতে পারল না পুলিশ৷ ভিডিও ভাইরাল হওয়ায় দুই নির্যাতিতার পরিচয়ও ফাঁস হয়ে গিয়েছে।

advertisement

গত প্রায় দু মাস ধরে গোষ্ঠী সংঘর্ষে আগুন জ্বলছে মণিপুের৷ যে দিন এই দুই মহিলাকে নির্যাতন করা হয় বলে অভিযোগ, তার ঠিক একদিন আগে আদিবাসী মেইতেই সম্প্রদায়ের সঙ্গে পাহাড়ি অঞ্চলে বসবাসকারী কুকিদের সংঘর্ষ শুরু হয়েছিল৷ এই ঘটনা তারই জেরে কি না, তা অবশ্য জানা যায়নি৷ মেইতেইদের তফশিলি উপজাতির স্বীকৃতি দেওয়ার দাবিকে ঘিরেই অশান্তির সূত্রপাত।

advertisement

মণিপুর পুলিশের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ইতিমধ্যেই অপহরণ, গণধর্ষণ এবং খুনের মামলা দায়ের করে অভিযুক্তদের সন্ধান চলছে৷ মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন সিং ট্যুইট করে দাবি করেছেন, ঘটনার কথা প্রকাশ্যে আসতেই কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানি তাঁকে ফোন করেছিলেন৷ দ্রুত অভিযুক্তদের গ্রেফতার করা হবে বলে কেন্দ্রীয় মন্ত্রীকে আশ্বস্ত করেছেন মণিপুরের মুখ্যমন্ত্রী৷ স্মৃতি ইরানি নিজেও ট্যুইট করে ঘটনার তীব্র নিন্দা করেছেন৷

এমনিতেই গত দু মাস ধরে মণিপুর ইস্যুতে চাপে রয়েছে কেন্দ্রীয় সরকার ও বিজেপি নেতৃত্ব৷ নতুন এই ভিডিও ভাইরাল হওয়ার পর সেই অস্বস্তি আরও বেড়েছে৷

সেরা ভিডিও

আরও দেখুন
'এই' ছোট্ট একটি গ্রামে হয় ২৭ টি জগদ্ধাত্রী পুজো, দেখতে হলে যেতে হবে 'নবাবে'র জেলায়
আরও দেখুন

এই ঘটনার উল্লেখ করে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিঁধে ট্যুইট করেছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি৷ ট্যুইটারে ঘটনার নিন্দা করে তিনি লিখেছেন, ‘কেন্দ্রীয় সরকার, প্রধানমন্ত্রী কেন মণিপুরের ঘটনায় চোখ বন্ধ করে বসে আছেন? এমন ছবি কি তাঁকে বিচলিত করে না?’

বাংলা খবর/ খবর/দেশ/
Manipur Viral Video: গণধর্ষণের পর মণিপুরে বিবস্ত্র করে ঘোরানো হল দুই মহিলাকে! দেশজুড়ে নিন্দার ঝড়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল