জায়গা কমে যাচ্ছে। জমি হারিয়ে যাচ্ছে। এই লড়াই সেই হারানো জমি ফিরে পাওয়ার। সম্প্রতি রাজস্থানের রণথম্ভোরের অন্দরে এই লড়াইকে ক্যামেরা বন্দি করেছেন এক পর্যটক। পরিণতি কী ? তা এখনও জানা যায়নি। কিন্তু এই মাসের গোড়ায় এই একই কারণে প্রাণ হারিয়েছিল তিন বছরের এক বাঘ। যার নাম ছিল বীরু। তিনশো বিরানব্বই স্কোয়ার কিলোমিটারের কোর এরিয়া। বাফার জোন মাত্র এক হাজার তিনশো বিয়াল্লিশ কিলোমিটার। এটাই রণথম্ভোরের বর্তমান পরিস্থিতি। আধিকারিকরা মানছেন, জায়গা ছোট হয়ে যাচ্ছে। তাই লড়াই বাড়ছে। শুধু জমি নয়, সঙ্গিনীকে না পাওয়ার হতাশা থেকেও জমছে ক্ষোভ।
advertisement
পরিসংখ্যান বলছে এখন পর্যন্ত বিভিন্ন বিবাদের জেরে রাজস্থানে বাঘ-সিংহ মিলিয়ে প্রাণ গিয়েছে ছ'জনের। সংখ্যাটা উদ্বেগজনক বলেই দাবি বিশেষজ্ঞদের।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 16, 2019 8:11 PM IST