TRENDING:

কাশ্মীরের বন্দিপোরায় সেনা-জঙ্গি সংঘর্ষ, খতম ২ জঙ্গি

Last Updated:

কাশ্মীরের বন্দিপোরায় সেনা-জঙ্গি সংঘর্ষে মৃত্যু হয়েছে দুই জঙ্গির ৷ মঙ্গলবার সকালে নিরাপত্তারক্ষীর গুলিতে খতম হয়েছে দুই জঙ্গি ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#জম্মু: কাশ্মীরের বন্দিপোরায় সেনা-জঙ্গি সংঘর্ষে মৃত্যু হয়েছে দুই জঙ্গির ৷ মঙ্গলবার সকালে নিরাপত্তারক্ষীর গুলিতে খতম হয়েছে দুই জঙ্গি ৷ এদিন সকালে যৌথ  ওই এলাকা ঘিরে যৌথ অভিযান চালায় সেনা ও পুলিশ।
advertisement

বন্দিপোরার ওই এলাকায় গা ঢাকা দিয়ে রয়েছে জঙ্গিরা বলে গোপন সূত্রে খবর পেয়েছিল সেনা ৷ এরপর গোটা এলাকা ঘিরে ফেলে তল্লাশি শুরু করে পুলিশ ৷ সেনা ও পুলিশকে দেখে তাদের লক্ষ্য করে গুলিবর্ষণ করতে থাকে জঙ্গিরা ৷ পাল্টা জবাবে গুলি চালায় নিরাপত্তারক্ষীরা ৷  পুলিশের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, দু’তরফের মধ্য গুলি বর্ষণের জেরে মৃত্যু হয় দুই জঙ্গির ৷

advertisement

মৃত দুই জঙ্গি লস্কর-ই-তৈবা জঙ্গি গোষ্টীর সদস্য বলে মনে কার হচ্ছে ৷ তবে তাদের সঠিক পরিচয় নিয়ে এখনও ধোঁয়াশা রয়ে গিয়েছে ৷

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

এর তিনদিন আগে এনকাউন্টারে এক হিজাবুল মুজাহিদ্দিন জঙ্গির মৃত্যু হয়েছে নিরাপত্তারক্ষীর গুলিতে ৷ দেশে যেমন নোট সমস্যা মিটছে না ৷ তেমনি সীমান্তে ভারত-পাকিস্তান দু’দেশের গোলাগুলি চলাও অব্যাহত ৷ ফের সংঘর্ষবিরতি লঙ্ঘনের অভিযোগ উঠল পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে ৷ কাশ্মীরের রাজৌরি সেক্টরে সোমবার পাক সেনাদের গুলিবর্ষণে শহিদ হলেন বিএসএফ-এর হেড কনস্টেবল রাজ সিং ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
কাশ্মীরের বন্দিপোরায় সেনা-জঙ্গি সংঘর্ষ, খতম ২ জঙ্গি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল