TRENDING:

ফের জম্মু-কাশ্মীরে সেনা-জঙ্গি গুলির লড়াই, জখম ২ জওয়ান

Last Updated:

জম্মু-কাশ্মীরে অশান্তি অব্যাহত ৷ বৃহস্পতিবার বন্দিপোরা জেলায় শুরু হয় সেনা-জঙ্গি সংঘর্ষ ৷ দু’পক্ষের মধ্যে গুলি বিনিময়ে জখম হয়েছেন দুজন সেনা ৷ আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#শ্রীনগর: জম্মু-কাশ্মীরে অশান্তি অব্যাহত ৷ বৃহস্পতিবার বন্দিপোরা জেলায় শুরু হয় সেনা-জঙ্গি সংঘর্ষ ৷ দু’পক্ষের মধ্যে গুলি বিনিময়ে জখম হয়েছেন দুজন সেনা ৷ আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷
advertisement

সূত্রের খবর, বন্দিপোরার হাইজিন এলাকায় কয়েকজন সশস্ত্র জঙ্গি লুকিয়ে রয়েছে বলে খবর পায় সেনা বাহিনী ৷ এরপর এদিন সকালে নিরাপত্তারক্ষীরা গোটা এলাকা ঘিরে তল্লাশি অভিযান শুরু করে সেনা বাহিনী ৷ সকাল ৬টা নাগাদ অভিযোন চালায় সেনাবাহিনী ৷ সেনাবাহিনীকে দেখে গুলি ছুঁড়তে শুরু করে দেয় জঙ্গিরা ৷ জঙ্গিদের ছোঁড়া গুলিতে জখম হয়েছেন দুজন সেনা ৷

advertisement

এর আগে ২২ ডিসেম্বর জঙ্গিদের খোঁজে ওই এলাকা ঘিরে তল্লাশি চালায় সেনাবাহিনী ৷ দুই পক্ষের মধ্যে গুলির বিনিময়ের জেরে স্থানীয়দের বাড়ির ভিতরে থাকার পরামর্শ দেওয়া হয় ৷ ওই একই এলাকায় নভেম্বরের ২৫ তারিখ দু’জন জঙ্গি ও একজন জওয়ানের মৃত্যু হয় ৷

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

গত একবছরের ৪৩০ বার সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান ৷ ২০১৬ সালে পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর পর সীমান্ত এলাকা ও গ্রাম থেকে প্রায় ২৭,৪৪৯ জনকে সরিয়ে নিরাপদ স্থানে রাখা হয়েছে ৷ সার্ডিক্যাল স্ট্রাইকের পর থেকে নিয়ন্ত্রণরেখায় কোনও প্ররোচনা ছাড়াই হামলা জারি রেখেছে পাক সেনারা ৷  সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে ভারতীয় সেনা ছাউনি ছাড়াও সীমান্ত লাগোয়া গ্রামগুলি লক্ষ্য গুলি ও মর্টার বর্ষণ জারি রেখেছিল পাক রেঞ্জার্স বাহিনী ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
ফের জম্মু-কাশ্মীরে সেনা-জঙ্গি গুলির লড়াই, জখম ২ জওয়ান
Open in App
হোম
খবর
ফটো
লোকাল