এবারের লোকসভা ভোটের প্রচারযুদ্ধে বার বার ঘুরে-ফিরে এসেছে রাফাল। লড়াই চলেছে শীর্ষ আদালতেও।
ফ্রান্সের দাসোঁ অ্যাভিয়েশনের কাছ থেকে ৩৬টি রাফাল যুদ্ধবিমান কেনায় দুর্নীতির অভিযোগ তুলে সরব হয় বিরোধীরা।
সিবিআই তদন্তের দাবিতে মামলা করা হয় শীর্ষ আদালতে।
কিন্তু সেই আরজি খারিজ করে কেন্দ্রকে ক্লিনচিট দেয় সুপ্রিম কোর্ট।
এই রায় পুনর্বিবেচনার আবেদন জানিয়ে রিট পিটিশন দাখিল করেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশোবন্ত সিনহা, অরুণ শৌরি এবং আইনজীবী প্রশান্ত ভূষণ
advertisement
শুনানি শেষ হয় প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে।
মামলাকারীদের অভিযোগ ছিল
রাফাল কেনায় দুর্নীতি হয়েছে
চুক্তির সব তথ্য কেন্দ্র সামনে আনেনি
তাই আগের রায় পুনর্বিবেচনা করে সিবিআই তদন্তের নির্দেশ দিক শীর্ষ আদালত
অন্য দিকে কেন্দ্রের দাবি,
মামলাকারীরা ভিত্তিহীন অভিযোগ করছেন
রাফাল কেনায় কোনও দুর্নীতি হয়নি
দুই পক্ষের বক্তব্য শোনার পর গত ১০ মে রায় সংরক্ষিত রাখে সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার, প্রধান বিচারপতি রঞ্জন গগৈ, বিচারপতি সঞ্জয় কিসান কওল এবং বিচারপতি কে এম জোসেফের বেঞ্চ রায় ঘোষণা করবে। এ দিনই নিষ্পত্তি হবে শবরীমালা মামলারও। এই মামলায় রায় দেবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ।
আরও দেখুন