TRENDING:

হানি সিংয়ের গানে ‘টিক টক’ ভিডিও করে বিপাকে! পুলিশের জালে দুই সশস্ত্র গ্যাংস্টার

Last Updated:

পুলিশ সূত্রে খবর, ওই দুই অভিযুক্ত দিল্লির গৌরি গ্যাংয়ের সদস্য ৷ ভিডিও থেকে তাদের ট্র্যাক করে দিল্লি পুলিশ গ্রেফতার করে ওই দু’জনকে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: ‘টিক টক’-এর প্রতি ভালবাসাই বিপাকে ফেলল দিল্লির দুই গ্যাংস্টারকে ৷ পুলিশ সূত্রে খবর, ওই দুই অভিযুক্ত দিল্লির গৌরি গ্যাংয়ের সদস্য ৷ ভিডিও থেকে তাদের ট্র্যাক করে দিল্লি পুলিশ গ্রেফতার করে ওই দু’জনকে ৷
advertisement

ভিডিওটিতে দেখা যাচ্ছে, সঙ্গীতশিল্পী হানি সিংয়ের মতো পোশাক পরে, তাঁর মতোই হেয়ারস্টাইল করে, হাতে আগ্নেয়াশাস্ত্র নিয়ে হিপ হপ নাচে মগ্ন দুই গ্যাংস্টার ৷ শাহজাদা পারভেজ (২৪) এবং মনু (২৩)-কে বহুদিন ধরেই খুঁজছিল পুলিশ ৷ পিস্তল হাতে ওই ‘টিক টক’ ভিডিও-তে দেখার পরেই তাদের হাতেনাতে ধরা হয় ৷

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

গতকাল ভিডিওটি পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় তা ভাইরাল হয়ে যায় ৷ ভিডিও দেখে বোঝা যায়, দিল্লির বিপিন গার্ডেন এলাকায় রয়েছেন শাহজাদা ও মনু ৷ এরপরেই পুলিশের জালে ধরা পড়ে তারা ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
হানি সিংয়ের গানে ‘টিক টক’ ভিডিও করে বিপাকে! পুলিশের জালে দুই সশস্ত্র গ্যাংস্টার