এই ঘটনা সামনে আসার পরেই কর্তব্যে গাফিলতির অভিযোগে অ্যাসিস্ট্যান্ট জেলার দেবনাথ রাম এবং জমাদার বিনোদ যাদবকে সাসপেন্ড করা হয়েছে।
জানা গিয়েছে, অভিযুক্ত ওই দুই বন্দি মদ কেলেঙ্কারি মামলায় সাজাপ্রাপ্ত। ওই ভিডিও-তে দেখা গিয়েছে জেলের হলের মধ্যে হাফপ্যান্ট পরে ওই দুই ব্যক্তি উদ্দাম নেচে চলেছেন।
এই ঘটনা সামনে আসতেই কড়া পদক্ষেপ নিয়েছে প্রশাসন। এই প্রসঙ্গে জেলের জেনারেল ইন্সপেক্টর সুদর্শন প্রসাদ মণ্ডল বলেন, “আমরা ইতিমধ্যেই অ্যাসিস্ট্যান্ট জেলার দেবনাথ রাম এবং জমাদার বিনোদ যাদবকে সাসপেন্ড করেছি। তাঁদের এটা কর্তব্য ছিল জেলের মধ্যে এই ধরনের কোনও ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়।”
advertisement
এই ভিডিও শেয়ার করেছেন ঝাড়খণ্ডের বিজেপি নেতা তথা বিরোধী দলনেতা বাবুলাল মারান্ডি। এই ভিডিও পোস্ট করে তিনি লেখেন, “জেলের মধ্যে প্রভাবশালীদের জন্য আলাদা আলাদা নিয়ম! টাকা দিয়ে প্রভাবশালীদের জন্য জেলের মধ্যেই বিভিন্ন বিশেষ ওয়ার্ড গড়ে তোলা হয়েছে।” এই বিষয়ে পুঙ্খানুপুঙ্খ তদন্ত হওয়া উচিত বলেও জানান তিনি।
