উত্তর-পূর্বের রাজ্যগুলিতে পরিস্থিতি এতটাই খারাপ যে, ৫ হাজার আধাসামরিক বাহিনী উড়িয়ে আনা হল উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে৷ মোট ২০ কোম্পানি সেনা কাশ্মীর থেকে তুলে আনা হয়েছে৷ বাকি ৩০ কোম্পানি সেনা দেশের অন্যান্য জায়গা থেকে তুলে উত্তর-পূর্ব ভারতে মোতায়েন করা হয়েছে৷ সিআরপিএফ, বিএসএফ ও সশস্ত্র সেনা বল-- এই তিন বাহিনী থেকে সেনা মোতায়েন করা হয়েছে৷
advertisement
অসমের ব্রহ্মপুত্র উপত্যকায় অল অসম স্টুডেন্টস ইউনিয়ন ও নর্থ ইস্ট স্টুডেন্টস অর্গানাইজেশনের বিক্ষোভে গোটা উপত্যকা বন্ধ৷ SFI, DYFI, AIDWA, AISF ও AISA-সহ একাধিক বাম ছাত্র সংগঠন পৃথক ভাবে বন্ধ শুরু করেছে৷ গুয়াহাটিতে বিভিন্ন জায়গায় চলছে বিক্ষোভ মিছিল৷ পোড়ানো হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অমিত শাহ ও মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়ালের কুশপুতুল৷ অসমের ডিব্রুগড়ে বন্ধ সমর্থকদের সঙ্গে সংঘর্ষ বাঁধে সিআইএসএফ জওয়ানদের৷ তিন বিক্ষোভকারী আহত হয়েছেন৷ অয়েল ইন্ডিয়া-র কর্মীদের অফিসে ঢুকতে বাঁধা দেওয়ার চেষ্টা করছিল বিক্ষোভকারীরা৷ অবস্থা এতটাই শোচনীয়, সর্বানন্দ সোনওয়াল ও অন্যান্য মন্ত্রীদের কনভয়ের রুট বদল করতে হচ্ছে৷ রেল জানিয়েছে, অসমে ট্রেন পরিষেবাও ব্যাহত৷ গুয়াহাটিতে বিজেপি অফিস, দূরদর্শন, অসম গণপরিষদ ও স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার স্ত্রীর মালিকানাধীন একটি টিভি চ্যানেলের বাইরে চলছে বিক্ষোভ৷ মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়ালের বার্তা, রাজ্যে শান্তি বজায় রাখুন৷ কোনও ভুল তথ্য ছড়াবেন না৷
নাগরিকত্ব বিল নিয়ে কতটা জানেন আপনি?
সোমবার লোকসভায় পাশ হয়েছে নাগরিকত্ব বিল ৷ এই ক্যুইজ থেকে জেনে নিন এই বিল সম্পর্কে আপনি কতটা জানেন
নাগরিকত্ব বিল তিব্বতি রিফিউজিদের নাগরিকত্ব দেবে ?
পাকিস্তানে ধর্মীয় নিপীড়নে এদেশে পালিয়ে আসা আহমদিয়া শরণার্থীদের CAB-র অধীনে ভারতীয় নাগরিকত্ব দেওয়া যেতে পারে ?
যে বাংলাদেশী হিন্দু অভিবাসী ২০১৫ সালে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন তাকে সিএবির অধীনে ভারতীয় নাগরিকত্ব দেওয়া যেতে পারে?
বাংলাদেশ থেকে আসা একটি অবৈধ বৌদ্ধ অভিবাসী, যার নাম অসমের জাতীয় নাগরিকপঞ্জি থেকে বাদ ছিল এবং বিদেশি ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে মামলা বিচারাধীন রয়েছে ৷ সিএবির অধীনে নাগরিকত্বের জন্য আবেদন করার কি যোগ্য ?
মেঘালয় ভারতীয় সংবিধানের ষষ্ঠ তফসিলের আওতাভুক্ত, যা CAB-র আওতার বাইরে। তাহলে কি মেঘালয়ের শিলংয়ের পুলিশ বাজার এলাকায় বসবাসরত বাংলাদেশ থেকে আসা কোনও অবৈধ হিন্দু অভিবাসী সিএবির অধীনে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন?
ত্রিপুরায় স্থায়ীভাবে বসবাসকারী সমস্ত অবৈধ বাঙালি হিন্দু অভিবাসীরা সিএবির অধীনে ভারতীয় নাগরিকত্ব পেতে পারে ?
পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশে ধর্মের ভিত্তিতে নির্যাতনের শিকার হয়ে হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি এবং খ্রিস্টানরা যারা ভারতে চলে এসেছিলেন তাদেরকে CAB-র অধীনে স্বয়ংক্রিয়ভাবে নাগরিকত্ব দেওয়া হবে।
ভারতে যে কোনও হিন্দু অভিবাসী সিএবির অধীনে নাগরিকত্ব দাবি করতে পারেন।
বাংলাদেশ থেকে চাকমা ও হাজং শরণার্থীরা যারা অরুণাচল প্রদেশে পুনর্বাসিত হয়েছেন এবং এখনও ভারতের নাগরিকত্ব পাননি তারা সিএবির অধীনে ভারতীয় নাগরিকত্ব দাবি করতে পারেন।
শ্রীলঙ্কা থেকে আসা হিন্দু তামিলরা কি CAB-র অধীনে ভারতীয় নাগরিকত্ব চাইতে পারেন ?
একজন অসমিয়াভাষী হিন্দু যার শিকড় জোড়হাটে রয়েছে কিন্তু সঠিক দলিলের অভাবে তাকে অসমের ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন (এনআরসি) থেকে বাদ দেওয়া হয়েছিল। তিনি কি সিএবির অধীনে ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন?
শিলঘাট, টংলা, ধেমাজিতে অবরোধে আটকে পড়েছে বেশ কয়েকটি ট্রেন। জাতীয় সড়ক, রাজ্য সড়কগুলিতে টায়ার জ্বালিয়ে অবরোধ করা হচ্ছে। ১৪৪ ধারা অমান্য করে প্রতিবাদকারীরা রাস্তায় নেমেছে। ভাঙা হচ্ছে বাস-গাড়ি। বিভিন্ন জায়গায় পুলিশ ও সিআরপির সঙ্গে অবরোধকারীদের সংঘর্ষ হয়েছে। দুদিনের টানা বন্ধে কাজিরাঙায় বহু পর্যটক আটকে পড়েন। কটন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অনশন শুরু করেছেন। ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়ে আলফার পতাকা ওড়ানো হয়েছে। নিউ গুয়াহাটি স্টেশনে আন্দোলনে যোগ দেন রেলকর্মীদের একাংশও।