TRENDING:

Omicron Variant Found in India: ভারতেও ঢুকে পড়ল ওমিক্রন! খোঁজ মিলল দুই আক্রান্তের, জানালো কেন্দ্র

Last Updated:

কেন্দ্রীয় স্বাস্থ্য সচিবের দেওয়া তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত বিশ্বের ২৯টি দেশে ওমিক্রনে আক্রান্ত ৩৭৩ জনের খোঁজ মিলেছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দিল্লি: ভারতেও শেষ পর্যন্ত ঢুকেই পড়ল করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন (Omicron Variant Found in India)৷ ভারতে ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত দু' জনের খোঁজ মিলেছে বলে এ দিন কেন্দ্রীয় সরকারের তরফেই জানানো হয়েছে৷ কেন্দ্রীয় স্বাস্থ্য  যুগ্ম সচিব লভ আগরওয়াল জানিয়েছেন, কর্ণাটকেই দুই আক্রান্তের খোঁজ মিলেছে৷
কেরল এবং তামিলনাড়ুতেও যথাক্রমে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৩৮ এবং ৩৭ জন৷ তবে উত্তর পূর্বের কোনও রাজ্য থেকেই এখনও একজনও ওমিক্রন আক্রান্তের খোঁজ মেলেনি৷ প্রতীকী ছবি৷
কেরল এবং তামিলনাড়ুতেও যথাক্রমে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৩৮ এবং ৩৭ জন৷ তবে উত্তর পূর্বের কোনও রাজ্য থেকেই এখনও একজনও ওমিক্রন আক্রান্তের খোঁজ মেলেনি৷ প্রতীকী ছবি৷
advertisement

লভ আগরওয়াল জানিয়েছেন, ওমিক্রনে (Omicron) আক্রান্ত দু' জনেই পুরুষ৷ তাঁদের মধ্যে একজনের বয়স ৬৬ বছর এবং অন্যজনের ৪৬৷  তবে আক্রান্ত দু' জনেই বিদেশি বলে এনডিটিভি-তে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে৷ ১১ এবং ২০ নভেম্বর যথাক্রমে তাঁরা বেঙ্গালুরুতে পৌঁছন৷

আরও পড়ুন: ওমিক্রন আতঙ্কে সিকিমের দরজা বন্ধ হল বিদেশি পর্যটকদের কাছে

advertisement

করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করে ইতিমধ্যেই সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা৷ ভারতে ওমিক্রনকে রুখতে ইতিমধ্যেই কড়া নজরদারির ব্যবস্থা করেছিল কেন্দ্রীয় সরকার৷ কিন্তু তার পরেও ওমিক্রনের হানা রোখা গেল না৷

তবে ওমিক্রন ভারতে ঢুকে পড়লেও মানুষকে আতঙ্কিত না হয়ে দায়িত্বশীল হওয়ার আবেদন করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব৷ লভ আগরওয়াল বলেন, 'মাস্ক পরাটা খুবই গুরুত্বপূর্ণ, এ কথা মাথায় রাখতে হবে৷ এ ছাড়াও খোলামেলা পরিবেশে থাকা প্রয়োজন৷ কারণ শীতের সময় আমাদের অভ্যাসই দরজা, জানলা বন্ধ করে থাকা৷ কিন্তু এখন ঘরের ভিতরেও হাওয়া, চলাচল করতে দেওয়াটা খুবই জরুরি৷'

advertisement

আরও পড়ুন: ওমিক্রন ভ্যারিয়ান্টের উপর কি কাজ করবে প্রাপ্ত ভ্যাকসিন? কবেই বা আসবে নতুন ভ্যাকসিন? কীভাবে পাবেন? জানুন...

প্রথমে দক্ষিণ আফ্রিকায় খোঁজ মিলেছিল ওমিক্রনের৷ এর পর বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে করোনার এই নতুন ভ্যারিয়েন্ট৷ বিশেষজ্ঞদের মতে, করোনার ডেল্টা স্ট্রেনের থেকেও দ্রুত ছড়ানোর ক্ষমতা রাখে ওমিক্রন৷

advertisement

আগামী ১৫ ডিসেম্বর থেকে ভারতে আন্তর্জাতিক বিমান পরিষেবা স্বাভাবিক  হওয়ার কথা ছিল৷ কিন্তু ভারতে ওমিক্রনের সন্ধান মেলার পর কেন্দ্রীয় সরকার এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে পারে বলেই মনে করা হচ্ছে৷ কারণ কয়েকদিন আগে করোনা পরিস্থিতি নিয়ে বৈঠকে একই পরামর্শ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

লভ আগরওয়াল জানিয়েছেন, ওমিক্রন ঝুঁকি যে দেশগুলিতে বেশি, সেখান থেকে ভারতে এলে বিমানযাত্রীদের আরটি- পিসিআর টেস্ট করাতে হবে৷ রিপোর্ট পজিটিভ এলে সরকারি বিধি অনুসারেই তাঁদের চিকিৎসা করানো হবে৷ রিপোর্ট নেগেটিভ হলে সাত দিনের জন্য কোয়ারেন্টাইনে থাকতে হবে৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Omicron Variant Found in India: ভারতেও ঢুকে পড়ল ওমিক্রন! খোঁজ মিলল দুই আক্রান্তের, জানালো কেন্দ্র
Open in App
হোম
খবর
ফটো
লোকাল