TRENDING:

তুতিকোরিনে বেড়ে চলেছে মৃত্য়ুমিছিল, প্রশাসনের বিরুদ্ধে ঘনীভূত হচ্ছে আন্দোলন

Last Updated:

তামিলনাড়ুর তুতিকোরিনে স্টারলাইট প্ল্যান্টের বিরুদ্ধে বিক্ষোভ চলছেই ৷ আচমকা বিক্ষোভকারীদের ওপর পুলিশের গুলি চালানোয় নিহতের সংখ্য়া বেড়ে ১২, আহতের সংখ্যাও বাড়ছে লাফিয়ে লাফিয়ে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#চেন্নাই: তামিলনাড়ুর তুতিকোরিনে স্টারলাইট প্ল্যান্টের বিরুদ্ধে বিক্ষোভ চলছেই ৷ আচমকা বিক্ষোভকারীদের ওপর পুলিশের গুলি চালানোয় নিহতের সংখ্য়া বেড়ে ১২, আহতের সংখ্যাও বাড়ছে লাফিয়ে লাফিয়ে ৷ আহতদের জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে আহত ও গুরুতর আহতের সংখ্যা ভাবিয়ে তুলেছে প্রশাসনকে ৷
advertisement

জানা গিয়েছে বিদ্রোহীদের ছত্রভঙ্গ করতেই পুলিশ প্লাস্টিকের গুলি ব্যবহার করেছে ৷ বিক্ষোভকারীরাও পাল্টা পুলিশের জিপে আগুন লাগিয়ে দিয়েছে ৷

আরও পড়ুন :  কর্ণাটকে মুখ্যমন্ত্রী পদে শপথগ্রহণ এইচডি কুমারস্বামীর, বসেছে চাঁদের হাট

ঘটনার তীব্র নিন্দা করে ট্যুইটারে সরব হয়েছেন ডিএমকে নেতা স্তালিন, সদ্য রাজনীতিতে আসা কমল হাসান, রজনীকান্ত প্রমুখরা ৷ ডিএমকের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে ঘটনায় দৃষ্টিপাত করতে অনুরোধ করা হয়েছে  ৷

advertisement

 ছবি সৌজন্যে ট্যুইটার

এক কারখানা বিরোধীতা করে বহু সময় ধরে আন্দলোন চলছে ৷ এলাকাবাসীর দাবি এই কারখানা থেকে নির্গত দূষিত জল ভুগর্ভস্থ জলকে দূষিত করছে ৷ শহরের অন্য প্রান্তের অন্য কারখানা মালিক পক্ষের সম্প্রসারণের সিদ্ধান্তের জেরেই বিক্ষোভ কার্যত রণক্ষেত্রের চেহারা নিয়েছে গোটা এলাকা ৷

advertisement

পুলিশের ভূমিকায় ক্ষুদ্ধ তামিলনাড়ুর বিদ্বজনেরা ৷ মর্মাহত এই ঘটনার বিরোধীতা করে ৷ তামিলনাড়ুর শ্রমিক সংগঠনগুলি  ২৪ ঘণ্টা ধর্মঘটের ডাক দিয়েছে ৷

ঘটনার জেরে বিরোধীদের সাঁড়াশি আক্রমণের মুখে পড়েছে রাজ্য সরকার ৷ তামিলনাড়ু সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে বিক্ষোভকারীরা বিক্ষোভের নামে হিংসায় লিপ্ত হয়েছিল ৷ আইন পরিস্থিতি রক্ষায় পুলিশ এই পদক্ষেপ করতে বাধ্য হয়েছে ৷ তবুও ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন ৷ এর জন্য উচ্চ পর্যায়ের এক তদন্ত কমিটি গঠন করা হয়েছে ৷

advertisement

তামিলনাড়ু সরকারের পক্ষ থেকে মৃতের পরিবারকে ১০ লক্ষ, গুরুতর আহতদের ৩ লক্ষ, আহতদের ১ লক্ষ টাকার ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে ৷

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
তুতিকোরিনে বেড়ে চলেছে মৃত্য়ুমিছিল, প্রশাসনের বিরুদ্ধে ঘনীভূত হচ্ছে আন্দোলন