TRENDING:

নোট বাতিলের তীব্র সমালোচনা করে মোদিকে তুঘলকের সঙ্গে তুলনা করলেন যশবন্ত সিনহা

Last Updated:

নোট বাতিলর সমালোচনা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তুঘলকের সঙ্গে তুলনা করলেন প্রাক্তন অর্থমন্ত্রী ও বিজেপি নেতা যশবন্ত সিনহা ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#আমেদাবাদ: নোট বাতিলর সমালোচনা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তুঘলকের সঙ্গে তুলনা করলেন প্রাক্তন অর্থমন্ত্রী ও বিজেপি নেতা যশবন্ত সিনহা ৷ মোদিকে কটাক্ষ করে তিনি বলেন ৭০০ বছর আগে খামখেয়ালি শাসক মোহাম্মদ বিন তুঘলকও নোট বাতিল করেছিলেন ৷ মোদির নোট বাতিলের সমালোচনা করে সিনহা বলেন দেশের অর্থনীতিকে প্রায় ৩.৭৫ লক্ষ কোটি টাকার খেসারত দিতে হয়েছে ৷ পাশাপাশি বর্তমান অর্থমন্ত্রী অরুণ জেটলিরও সমালোচনা করেছেন অটলবিহারী বাজপেয়ী জমানার অর্থমন্ত্রী যশোবন্ত সিনহা ৷
advertisement

সিনহা বলেন, ‘আমাদের দেশের অনেক শাহেনশা ছিলেন যারা নিজেদের মুদ্রা নিয়ে এসেছিলেন ৷ তবে পুরনো মুদ্রা বাতিল না করে নতুন মুদ্রা নিয়ে এসেছিলেন তারা ৷ তবে ৭০০ বছর আগে এমন এক শাহেনশা ছিলেন যিনি পুরনো মদ্রা বাতিল করে নতুন মুদ্রা নিয়ে এসেছিলেন ৷ ’

মোদি আজ যা করেছেন ৭০০ বছর আগে তুঘলক তা করেছেন ৷ দিল্লি থেকে দৌলতাবাদে রাজধানী স্থানান্তরিত করার পাশাপাশি পুরনো মুদ্রা বাতিল-সহ বিভিন্ন বিতর্কিত সিদ্ধান্তের জন্য সমালোচিত হয়ে থাকেন তুঘলক ৷

advertisement

গুজরাটের আমেদাবাদে ‘লোকশাহী বাঁচাও অভিযান’ (গণতন্ত্র বাঁচাও) আন্দোলনকারীদের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল ৷ সেই অনুষ্ঠানে গিয়েই নোট বাতিল ও জিএসটি নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন যশবন্ত সিনহা ৷

বাংলা খবর/ খবর/দেশ/
নোট বাতিলের তীব্র সমালোচনা করে মোদিকে তুঘলকের সঙ্গে তুলনা করলেন যশবন্ত সিনহা