TRENDING:

২০টি গাড়ি গুঁড়িয়ে দিল মালবোঝাই ট্রাক! মুম্বই-পুনে এক্সপ্রেসওয়েতে ভয়ানক কাণ্ড!

Last Updated:

মুম্বই-পুনে এক্সপ্রেসওয়েতে ভয়াবহ পথ দুর্ঘটনা। একের পর এক গাড়িতে ধাক্কা মারল ট্রাক। রায়গড় জেলার খোপাল এলাকায় এই ঘটনাটি ঘটে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রায়গড়: মুম্বই-পুনে এক্সপ্রেসওয়েতে ভয়াবহ পথ দুর্ঘটনা। একের পর এক গাড়িতে ধাক্কা মারল ট্রাক। রায়গড় জেলার খোপাল এলাকায় এই ঘটনাটি ঘটে।
ভয়াবহ কাণ্ড মুম্বাই-পুনে এক্সপ্রেসঅয়েতে
ভয়াবহ কাণ্ড মুম্বাই-পুনে এক্সপ্রেসঅয়েতে
advertisement

প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, মালবোঝাই একটি কন্টেনার ব্রেক ফেলের ফলে নিয়ন্ত্রণ হারিয়ে পিছলে যায়।

এরপরেই একের পর এক গাড়িতে ধাক্কা মারতে থাকে ট্রাকটি।

এই ঘটনাটি ঘটে মুম্বইগামী লেনে। এই প্রসঙ্গে এক পুলিশ আধিকারিক বলেন, “কন্টেনার ট্রাকটি মোট ২০টি গাড়িতে ধাক্কা মারে। এর মধ্যে বেশকিছু দামি গাড়িও রয়েছে। বিএমডবলু, মার্সিডিজ-সহ একাধিক নামিদামি গাড়ি রয়েছে। মোট ১৮ জন আহত হয়েছেন” এই ঘটনায় এখনও পর্যন্ত ১ জনের মৃত্যু হয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

ইতিমধ্যেই ট্রাক চালককে আটক করা হয়েছে। তাঁর শারীরিক পরীক্ষা করে দেখা হবে ওই সময় তিনি মদ্যপ অবস্থায় ছিলেন কিনা।

বাংলা খবর/ খবর/দেশ/
২০টি গাড়ি গুঁড়িয়ে দিল মালবোঝাই ট্রাক! মুম্বই-পুনে এক্সপ্রেসওয়েতে ভয়ানক কাণ্ড!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল