এই প্রসঙ্গে ত্রিপুরা প্রদেশ মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি পান্না দেব বলেন, "ত্রিপুরায় প্রতিনিয়ত আমাদের ত্রিপুরার বোনেরা গণধর্ষণের শিকার হচ্ছে। ত্রিপুরার বোন আজ গণধর্ষিতা হয়েছে, ৭২ ঘণ্টা পার হয়ে গিয়েছে কিন্তু পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করতে পারেনি কারণ এই কাণ্ডে কুমারঘাটের মন্ত্রীর ছেলে যুক্ত। এবং তার প্রতিবাদে আমরা আজ ফটিকরায় পুলিশ স্টেশনের বাইরে বিক্ষোভ করছি। আমরা দাবি রাখছি তার মন্ত্রীত্ব থেকে তাকে পদত্যাগ করতে হবে এবং তার ছেলেকে গ্রেফতার করতে হবে। যতক্ষণ পর্যন্ত গ্রেফতার না করবে ত্রিপুরা তৃণমূল কংগ্রেস আন্দোলন চালিয়ে যাবে। বিজেপির সরকার ভেঙে পড়েছে, সরকার বলে কিছু নেই, পুলিশ প্রশাসন বিজেপির হাতের পুতুল হয়ে গিয়েছে। অবিলম্বে এই ঘটনার মূল অভিযুক্তকে গ্রেফতার করতে হবে।"
advertisement
আরও পড়ুন: 'দীপাবলির উপহার'! 'দেউচা-পাঁচামিতে নিয়োগপত্র প্রদান' নিয়ে 'নিশানা' শুভেন্দু অধিকারীর
পাশাপাশি এস সি সেলের সভাপতি সঞ্জয় কুমার দাস বলেছেন, "আমরা জনগণের কাছে আবেদন করছি যে আপনারা সবাই এগিয়ে আসুন, নিরপেক্ষ তদন্তের স্বার্থে রাজ্যের মন্ত্রীকে অবিলম্বে পদত্যাগ করে তদন্তের স্বার্থে পুলিশকে সহায়তা করা উচিত। কুমারঘাট এলাকা মাফিয়া, গুণ্ডারাজে পরিণত হয়ে আছে। দীর্ঘদিন ধরে এই সব এলাকাতে ড্রাগের ব্যবসা চলছে, যুব সমাজ ধ্বংস হয়ে গিয়েছে। আইনের কোনও শাসন নেই।”