গত ১৮ ফেব্রুয়ারি ছিল ত্রিপুরা বিধানসভায় ভোটগ্রহণের নির্ধারিত দিন ৷ কিন্তু সেদিন ভোটপ্রক্রিয়া চলাকালীন বেশ কিছু কেন্দ্রে অনিয়মের অভিযোগ মেলে ৷ ১৮ তারিখ সকাল থেকেই, ত্রিপুরার প্রায় ২৫০ টি বুথে ইভিএম গোলমালের খবর আসে ৷ এই গণ্ডগোলের ফলে বেশ কিছু বুথে দুপুর একটা পর্যন্ত ভোটগ্রহণ শুরু করা যায়নি বলেও খবর আসে ৷ এমনিতেই দক্ষিণ ত্রিপুরার ওম্পিতে ইভিএম মেশিনের মহড়ার সময় প্রায় ৫০ টি ভোট যায় বিজেপিতে ৷ সিপিএম এক নেতার কথায়, এই ঘটনায় গোটা ত্রিপুরা জুড়ে ইভিএম মেশিন নিয়ে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে ৷ ত্রিপুরা ভোটে ইভিএম নিয়ে কেন এত বিভ্রাট তা নিয়ে নানা জল্পনা-কল্পনা শুরু হয় রাজনৈতিক মহলে ৷ অভিযোগ দায়ের হয় নির্বাচন কমিশনেও ৷
advertisement
তদন্তে নেমে দেখা যায় উক্ত ৬ কেন্দ্রে ভোটারদের সঙ্গে ভোটদানের সংখ্যা মিলছে না ৷ এরপরই ওই ৬ কেন্দ্রের ভোট বাতিল করে পুনর্নির্বাচনের ঘোষণা করেন ৷ ত্রিপুরা বিধানসভা নির্বাচনের ভোটগণনা ও ফলপ্রকাশ ৩ মার্চ ৷