ইতিমধ্যেই একাধিক বার সফর করে ফেলেছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। গিয়েছেন সুস্মিতা দেব, সৌগত রায়, সুখেন্দু শেখর রায়, শত্রুঘ্ন সিনহা -সহ একাধিক সাংসদ। ফলে সংগঠন গড়ে তুলতে প্রয়োজন একটি বাড়ি বা দলীয় কার্যালয়। সেটি চিন্তা করেই এই দলীয় কার্যালয় দ্রুত তৈরি করা হয়েছে বলে সূত্রের খবর। আগামী মাসের শুরুতেই সেই দলীয় কার্যালয় উদ্বোধন করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি নিজেই জানিয়েছেন, ভোট মিটলেই আমি এসে দলীয় কার্যালয় উদ্বোধন করব।
advertisement
আরও পড়ুন-যোগাসনের আলো ছড়াক গ্যাজেটেও, আন্তর্জাতিক যোগাসন দিবসে সঙ্গে থাক এই কয়েক শুভেচ্ছাবার্তা
ইতিমধ্যেই দলীয় কার্যালয়ের প্রস্তাব দলের শীর্ষ নেতৃত্বের কাছে জমা পড়েছে। আগরতলা শহরের এক পাঁচ তলা হোটেলে গিয়ে উঠতেন তৃণমূল নেতারা। এ ছাড়া বেশ কয়েকটি হোটেলেও পালা করে থাকা শুরু করেছিলেন তারা। যদিও তৃণমূল কংগ্রেস অভিযোগ করেছে তাদের হোটেলে থাকতে দেওয়া হচ্ছিল না প্রথমে। এমনকী, ব্যক্তিগত আলাপ আলোচনাতেও বাধা দেওয়ার অভিযোগ উঠেছিল। বিশেষ করে হেনস্থার শিকার হতে হয় সায়নী ঘোষ , ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের। এই হোটেলেই অবশ্য সাংবাদিক বৈঠক করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, ব্রাত্য বসু, নয় সাংসদ, কুণাল ঘোষ-সহ অনেকেই। আপাতত আগরতলায় একটি হোটেলে বিভিন্ন সাংগঠনিক বৈঠক করা হয়েছে। তবে দলীয় আলোচনার জন্যে এই সব হোটেল যে যথাযথ নয় তা মেনে নিচ্ছেন নেতারা। তাই চেষ্টা করা হচ্ছে দলীয় কার্যালয় গঠনের।
আরও পড়ুন- রাশিফল ২১ জুন; দেখে নিন কেমন যাবে আজকের দিন
বনমালীপুরে তৃণমূল কংগ্রেস নেতা সুবল ভৌমিকের বাড়িতে একটা অস্থায়ী ক্যাম্প অফিস তৈরি করা হয়েছে।সেখানে প্রায় প্রতিদিন যোগ দিচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা। তবে কোনও নেতার বাড়িতে থেকে দলীয় কাজ যথাযথ নয় বলেই অনেক নেতা মনে করছেন। আবার ত্রিপুরার বিভিন্ন প্রান্তে গিয়ে জেলার একাধিক অফিসে কর্মী যোগ দিচ্ছে সেখানের কোনও একটা বাড়িতে। কিন্তু কেন্দ্রীয় ভাবে কোনও কার্যালয় না থাকলে অসুবিধা। তাই চেষ্টা করা হচ্ছে সেটি গঠন করার।
অন্যদিকে আজ থেকে সংগঠন ঢেলে সাজাতে কাজ শুরু করছেন নেতারা। লড়ছেন ভোটে। তারা জেলা ধরে ধরে বৈঠক করছেন। প্রচার থেকে শুরু করে মানুষের কাছে কোন কোন ইস্যুতে পৌঁছতে হবে তার রূপরেখা তৈরি করছেন নেতারা। সূত্রের খবর, সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব শীঘ্রই আসতে পারেন ত্রিপুরায় এই দলীয় অফিস উদ্বোধনে।