রাজনৈতিক মহলের নজর মহাজোটের বিরুদ্ধে লড়াই করে বিজেপি এই আসন ধরে রাখতে পারে। নাকি এই আসন ফের মহাজোটের হাত ধরে বামেদের ঝুলিতে যায়। ত্রিপুরার দু’টি বিধানসভা আসনে উপনির্বাচন। আসন দু’টি হল ধনপুর এবং বক্সনগর। ছ’মাস আগের বিধানসভা ভোটে দু’টি আসনের মধ্যে ধনপুরে জিতেছিল বিজেপি। বক্সনগরে জিতেছিল সিপিআইএম। উপনির্বাচনে কংগ্রেস ও তিপ্রামথার সঙ্গে ‘মহাজোট’ করে বিজেপিকে মোকাবিলা করার কৌশল নিয়েছে সিপিআইএম। তবে এবারের ভোট হচ্ছে উত্তর-পূর্ব ভারতে মণিপুর কাণ্ডের পরে প্রথম কোনও ভোট।
advertisement
আরও পড়ুন– প্রায় এগারো বছর আগে মুখ থুবড়ে পড়েছিল কিংফিশার এয়ারলাইন্স; এর ব্যর্থতার কারণ জানেন কি?
ত্রিপুরায় বিধানসভা ভোটে ধনপুর থেকে জিতেছিলেন সাংসদ তথা অধুনা কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক। জেতার পর তিনি দলের নির্দেশে সাংসদ পদটি রেখে দিয়ে বিধায়ক পদ থেকে ইস্তফা দেন। অন্য দিকে, বক্সনগর কেন্দ্রটি শেষ ভোটে ছিল সিপিআইএমের দখলে। সেখানকার বিধায়ক সামসুল হকের মৃত্যু হয় কয়েক মাস আগে। ফলে জোড়া বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে ত্রিপুরায়। চলতি বছরের ফেব্রুয়ারিতে ত্রিপুরায় বিধানসভা ভোট হয়েছিল। মোট ৬০টি আসনের মধ্যে বিজেপি-আইপিএফটি জোট জেতে ৩৩ আসনে। বাম-কংগ্রেস মিলে পায় ১৪টি আসন। আলাদা লড়ে তিপ্রা মথা ১৩টি আসনে জয়ী হয়। বিজেপি প্রচারে ঝাঁপিয়ে পড়ে এই উপনির্বাচনে। খোদ ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা থেকে কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক জোর দেন প্রচারে। পিছিয়ে ছিল না মহাজোটও। বাম-কংগ্রেস লড়াই তীব্র করেছে। সাধারণত উপনির্বাচন জেতে শাসক দল। তবে এক্ষেত্রে মহাজোটের টেক্কা শাসক দলকে হয় কিনা সেটাও দেখার।