TRENDING:

Tripura News: মহিলা স্ব-নির্ভরতায় জোর উত্তর-পূর্ব ভারতে, বিনিয়োগের আহ্বান জানিয়ে প্রস্তুত ত্রিপুরা

Last Updated:

ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা বললেন, ‘‘চাকরি প্রদান থেকে শুরু করে সব ক্ষেত্রেই স্বচ্ছতা বজায় রেখে কাজ করছে রাজ্যের বর্তমান সরকার। এর পাশাপাশি মহিলাদের আর্থ সামাজিক অবস্থার উন্নয়নে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার। কাজের নিরিখেই মানুষ আস্থা রাখছে।’’

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আবীর ঘোষাল, আগরতলা: ‘‘চাকরি প্রদান থেকে শুরু করে সব ক্ষেত্রেই স্বচ্ছতা বজায় রেখে কাজ করছে রাজ্যের বর্তমান সরকার। এর পাশাপাশি মহিলাদের আর্থ সামাজিক অবস্থার উন্নয়নে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার। কাজের নিরিখেই মানুষ আস্থা রাখছে।’’ সিপাহীজলা জেলার বিশালগড়ের পূর্ব লক্ষ্মীবিলে ALIMCO (কৃত্রিম অঙ্গ প্রস্তুতকারক কর্পোরেশন) অক্সিলিয়ারি প্রোডাকশন ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপন ও ভূমিপুজন অনুষ্ঠানে অংশ নিয়ে একথা বলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন এবং খাদ্য, গণবন্টন ও ভোক্তা বিষয়ক দফতরের প্রতিমন্ত্রী বনওয়ারি লাল ভার্মা।
মহিলা স্ব-নির্ভরতায় জোর উত্তর পূর্ব ভারতে, বিনিয়োগের আহ্বান জানিয়ে প্রস্তুত ত্রিপুরা (Photo Courtesy: Dr Manik Saha/Facebook Page)
মহিলা স্ব-নির্ভরতায় জোর উত্তর পূর্ব ভারতে, বিনিয়োগের আহ্বান জানিয়ে প্রস্তুত ত্রিপুরা (Photo Courtesy: Dr Manik Saha/Facebook Page)
advertisement

আরও পড়ুন– ট্রাম্পের নীতি কিছু ক্ষেত্রে ‘সিলেবাসের বাইরে’ হলেও হতে পারে, তাতে ভারতের কোনও সমস্যা নেই, জানালেন জয়শঙ্কর         

উল্লেখ্য, দিব্যাঙ্গজন ব্যক্তিদের সামাজিক ও অর্থনৈতিক পরিমন্ডলে আরও সশক্ত করতে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এক ভারত শ্রেষ্ঠ ভারতের স্বপ্নকে সাকার করার লক্ষ্য নিয়ে প্রথমবার ত্রিপুরায় গড়ে উঠতে চলেছে এই ধরণের সেন্টার। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাঃ সাহা বলেন, ‘‘আজ খুবই একটা আনন্দের দিন। আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানাই যে তিনি যা বলেন সেটাই করে দেখান। উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির উন্নয়নে অ্যাক্ট ইস্ট পলিসি চালু করেছেন তিনি। ২০১৮ সালের আগে এখানে এসে তিনি হিরা মডেল দেওয়ার কথা বলেছিলেন। আর সেই হিরা মডেলের কারণে আমাদের রাজ্যে জাতীয় সড়ক থেকে শুরু করে ইন্টারনেট, রেলওয়ে, এয়ারওয়ের প্রভূত উন্নতি হয়েছে। প্রধানমন্ত্রী আমাদের জন্য একটার পর একটা উন্নত পরিষেবা দিচ্ছেন। আজ এখানে এলিমকোর অক্সিলিয়ারি প্রোডাকশন ইউনিট হওয়ায় আমরা খুবই আনন্দিত। প্রায় ৫ একর জমিতে এই সেন্টার গড়ে তোলা হবে। এবিষয়টি আমাদের গোচরে আনা হলে আমরা খুব কম সময়ের মধ্যে জমি অধিগ্রহণ থেকে শুরু করে সব ব্যবস্থাপনা করে দিই।’’

advertisement

আরও পড়ুন– উত্তরে তাপমাত্রার হেরফের নেই, দক্ষিণবঙ্গে আগামী ক’দিন কেমন থাকবে আবহাওয়া ? জেনে নিন

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বার বার বলেন যতক্ষণ পর্যন্ত উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন হবে না ততক্ষণ দেশের উন্নয়ন হবে না। সেই দিশায় কাজ করছেন তিনি। আগে উত্তর পূর্বাঞ্চলে ৭টি রাজ্য ছিল। এখন সিকিম নিয়ে ৮টি রাজ্য হয়েছে। আর প্রধানমন্ত্রী এই ৮টি রাজ্যকে ‘অষ্টলক্ষী’ হিসেবে আখ্যায়িত করেছেন। এই লক্ষ্মীবিলে এধরণের সেন্টার গড়ে উঠার মাধ্যমে যেন লক্ষী চলে এসেছে। এই সেন্টারের মাধ্যমে এই এলাকার অনেক মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। রাস্তাঘাটের উন্নয়নের পাশাপাশি অন্যান্য ক্ষেত্রে বিকাশ হবে। আমরা চাই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ে উঠুক। উত্তর পূর্বাঞ্চলের মধ্যে এই প্রথমবার এধরণের কেন্দ্র গড়ে উঠছে। শুধু ত্রিপুরার দিব্যাঙ্গজন মানুষের জন্য সুবিধা হবে না, প্রবীণ মানুষদেরও সুবিধা হবে। এখান থেকে যেসমস্ত উপকরণ তৈরি হবে সেটা উত্তর পূর্বের অন্যান্য রাজ্যেও সরবরাহ হবে।’’

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Tripura News: মহিলা স্ব-নির্ভরতায় জোর উত্তর-পূর্ব ভারতে, বিনিয়োগের আহ্বান জানিয়ে প্রস্তুত ত্রিপুরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল