TRENDING:

Tripura News: কমাতে হবে রেফারের সংখ্যা, ত্রিপুরার স্বাস্থ্য ব্যবস্থার হাল ফেরাতে ময়দানে মানিক সাহা

Last Updated:

চিকিৎসা পরিষেবা প্রদানে নার্সদের বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আগামীদিনে ত্রিপুরার স্বাস্থ্য পরিষেবার মান আরও বৃদ্ধি পাবে, কেন্দ্রীয় বাজেট পেশের পরে রাজ্যের স্বাস্থ্য পরিষেবার হাল আরও ভাল হবে বলে আশাবাদী মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আবীর ঘোষাল, আগরতলা: চিকিৎসা পরিষেবা প্রদানে নার্সদের বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আগামীদিনে ত্রিপুরার স্বাস্থ্য পরিষেবার মান আরও বৃদ্ধি পাবে, কেন্দ্রীয় বাজেট পেশের পরে রাজ্যের স্বাস্থ্য পরিষেবার হাল আরও ভাল হবে বলে আশাবাদী মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা। তিনি বলেন, যে কোনও স্বাস্থ্য প্রতিষ্ঠানে চিকিৎসা পরিষেবা প্রদানে নার্সদের বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নার্সিং কর্মীদের উপরই সেই স্বাস্থ্য প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি নির্ভর করে। তাই রোগী ও রোগীর পরিবারের সঙ্গে সুসম্পর্ক স্থাপনে বিশেষ গুরুত্ব দিতে হবে নার্সদের।
ত্রিপুরার স্বাস্থ্য ব্যবস্থার হাল ফেরাতে ময়দানে মানিক সাহা (Photo: Dr Manik Saha/Facebook Page)
ত্রিপুরার স্বাস্থ্য ব্যবস্থার হাল ফেরাতে ময়দানে মানিক সাহা (Photo: Dr Manik Saha/Facebook Page)
advertisement

আরও পড়ুন– ভুল মন্ত্র পাঠ করে চরম ট্রোলের মুখে মমতা কুলকার্নি! মহামণ্ডলেশ্বর তকমা খোওয়ানোর পর অভিনেত্রীর ভিডিও ভাইরাল

নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্সের নতুন অ্যাকাডেমি এবং হস্টেল বিল্ডিংয়ের উদ্বোধন করে একথা বলেন মুখ্যমন্ত্রী  মানিক সাহা। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, ‘‘রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়নে নিরন্তর কাজ করে চলছে রাজ্য সরকার। ইতিমধ্যেই রাজ্যে দুটি মেডিক্যাল কলেজ, একটি ডেন্টাল কলেজ, নার্সিং কলেজ-সহ বিভিন্ন স্বাস্থ্য শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। স্বাস্থ্য পরিষেবার উন্নয়নের কারণে বর্তমানে রাজ্যে নিউরো সার্জারি-সহ বিভিন্ন জটিল অপারেশন করা সম্ভব হচ্ছে। এর পাশাপাশি রাজ্যে কিডনি প্রতিস্থাপন চালুর পর লিভার-সহ বিভিন্ন অঙ্গ প্রতিস্থাপনেরও উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে আগামীদিনে রাজ্যের স্বাস্থ্য পরিষেবার মান আরো বৃদ্ধি পাবে।’’

advertisement

আরও পড়ুন– সাইবার জালিয়াতদের সঙ্গে হাত মিলিয়ে ২৭ কোটি টাকা লুঠ! গ্রেফতার ব্যাঙ্ক ম্যানেজার! আতঙ্কে গ্রাহকরা

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘‘চিকিৎসা পরিষেবা প্রদানের ক্ষেত্রে নার্সদের বিশেষ ভূমিকা থাকে। স্বাস্থ্য প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি নির্ভর করে নার্সিং স্টাফদের উপর। তাই নার্সদের রোগী ও রোগীর পরিবারের সঙ্গে সুসম্পর্ক স্থাপনে নজর দিতে হবে। দেশ-বিদেশে নার্সিং পরিষেবার ক্ষেত্রে সুনামের সঙ্গে কাজ করছে রাজ্যের অনেক ছেলেমেয়ে। আগামীদিনে এই ইনস্টিটিউট থেকেও ভাল সংখ্যক নার্স তৈরি হয়ে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে যুক্ত হবে।’’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

উদ্বোধকের বক্তব্যে মুখ্যমন্ত্রী আরও বলেন, ২৫০ কোটি টাকা ব্যয়ে আগরতলা সরকারি মেডিক্যাল কলেজ ও জিবিপিতে সুপার স্পেশালিটি ব্লক তৈরি করা হয়েছে। এর ফলে রোগীরা উপকৃত হচ্ছেন। সেই সঙ্গে জেলা হাসপাতালগুলিতে পরিকাঠামো উন্নয়নের জন্য গুরুত্ব দেওয়া হয়েছে। রাজ্যের প্রতিটি জেলা হাসপাতালে ট্রমা সেন্টারকে শক্তিশালী করা হয়েছে। ধলাই জেলার আমবাসায় একটি কার্ডিয়াক কেয়ার সেন্টার স্থাপন করা হয়েছে। চিকিৎসা পরিষেবায় রাজ্য সরকারের এধরণের উদ্যোগের কারণে এখন বহিরাজ্যে রোগী রেফারের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Tripura News: কমাতে হবে রেফারের সংখ্যা, ত্রিপুরার স্বাস্থ্য ব্যবস্থার হাল ফেরাতে ময়দানে মানিক সাহা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল