এস সি সেলের সভাপতি সঞ্জয় কুমার দাস বলেছেন, ‘‘আমরা জনগণের কাছে আবেদন করছি যে আপনারা সবাই এগিয়ে আসুন, নিরপেক্ষ তদন্তের স্বার্থে রাজ্যের মন্ত্রীকে অবিলম্বে পদত্যাগ করে তদন্তের স্বার্থে পুলিশকে সহায়তা করা উচিৎ। কুমারঘাট এলাকা মাফিয়া, গুন্ডারাজে পরিণত হয়ে আছে। দীর্ঘদিন ধরে এই সব এলাকাতে ড্রাগের ব্যবসা চলছে, যুব সমাজ ধ্বংস হয়ে গিয়েছে। আইনের কোনও শাসন নেই।”
advertisement
তৃণমূলের পাশাপাশি এই ঘটনার প্রতিবাদ জানিয়েছে বামেরাও। তাদের বক্তব্য ঘটনার ৭২ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও চুপ তদন্তকারীরা। তাদের পক্ষ থেকে কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না। বিজেপির মন্ত্রীর ছেলে বলে প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না। যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি নেতৃত্ব।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 26, 2022 8:40 AM IST