ইন্ডিয়া টুডে এনই-র খবর অনুযায়ী, ত্রিপুরার কমলাপুর গভর্নমেন্ট ডিগ্রি কলেজে এই ঘটনা ঘটেছে৷ অধ্যাপকের ছাত্রীর ওই ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ভাইরাল হওয়ার পরই অভ্যন্তরীণ তদন্তের নির্দেশ দেয় কলেজ কর্তৃপক্ষ৷
জানা গিয়েছে, রসায়নের ওই অধ্যাপক কলেজের একটি ল্যাবরেটরির মধ্যেই এক ছাত্রীর সঙ্গে অন্তরঙ্গ হয়ে পড়েন৷ সেই ঘটনাই ধরা পড়ে যায় ক্যামেরায়৷ রাজ্য শিক্ষা দফতরের একটি রিপোর্ট অনুযায়ী, অভিযুক্ত অধ্যাপক নিজের ভুল স্বীকারও করে নিয়েছেন৷
advertisement
ওই রিপোর্টে আরও বলা হয়েছে, কলেজ ক্যাম্পাসের মধ্যেই এই ধরনের ঘটনার ফলে ওই অধ্যাপক কলেজের সুনাম এবং সম্মান ক্ষুন্ন করেছেন এবং শিক্ষকতা পেশাকেও কালিমালিপ্ত করেছেন৷ এর পরই রাজ্যের উচ্চশিক্ষা দফতর থেকে ওই অধ্যাপকের সাসপেনশনের নির্দেশ জারি করা হয়৷
উচ্চশিক্ষা দফতর জানিয়েছে, অভিযোগের প্রাথমিক সত্যতা মেলার পর এবং কলেজ কর্তৃপক্ষের জমা দেওয়া রিপোর্টের ভিত্তিতেই ওই অধ্যাপকের বিরুদ্ধে পদক্ষেপ করা হয়েছে৷ সাসপেন্ড থাকাকালীন অভিযুক্ত অধ্যাপককে দক্ষিণ ত্রিপুরার জেলার বেলোনিয়ার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজে থাকতে বলা হয়েছে৷ অনুমতি না নিয়ে তাঁকে ওই কলেজ ছাড়তেও নিষেধ করা হয়েছে৷