আয়োজিত এক সভায় তিনি বক্তব্য রাখেন, সেখানে তিনি ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন ডাবল ইঞ্জিন সরকারের ভূয়ষী প্রশংসা করেছেন। এর পাশাপাশি কুসংস্কার ছড়ানো প্রসঙ্গে সিপিএম ও কংগ্রেসের ভূমিকার তীব্র নিন্দা করেন তিনি।
আরও পড়ুন: সন্তান বড্ড জেদি হয়ে উঠছে? কেন জানেন! এর কারণ আপনি নয়তো? কী বলছেন শিশু বিশেষজ্ঞ
তিনি বলেন, ‘‘এমন একটা সময় আসবে যখন বিজেপির কোনও বিকল্প থাকবে না। কারণ আমাদের দল সর্বদা মানুষের জন্য এবং উন্নয়নের জন্য কাজ করে। গত ৩৫ বছর ধরে সিপিএম-এর শাসন আমাদের কুসংস্কার দিয়েছে। আর কংগ্রেসও সেটা ছড়িয়ে দিয়েছে।’’
advertisement
তিনি কারণেই বিরোধী দল আজ জনভিত্তি হারিয়েছে৷ তিনি তাঁর বক্তব্যে আরও বলেন, ‘‘ভারতীয় জনতা পার্টির সদস্য সংখ্যা এখন প্রায় ৬ লক্ষ। আমরা রাস্তায় নামলে বাকিদের দেখা মিলবে না।’’
তিনি আরও বলেন ত্রিপুরার সাম্প্রতিক বন্যার সময় প্রতিটি বিজেপি কর্মী, বিধায়ক এবং মন্ত্রী মানুষকে সাহায্য করার জন্য তাদের পাশে ছিলেন। তাঁর অভিযোগ কোনও বিরোধীর দেখা মেলেনি৷
তিনি আরও জানান, ‘‘পরিস্থিতি থেকে উত্তরণের পর বিরোধীরা বেরিয়ে এসে আমাদের দোষারোপ করতে শুরু করে। কোভিডের সময়ও তারা একই কাজ করেছিল। এই রাজ্য সিপিএম ও কংগ্রেস জামানায় ব্যাপক সহিংসতা প্রত্যক্ষ করেছে। কিন্তু আমাদের সরকার সবসময়ই রাজ্যের উন্নয়নকে অগ্রাধিকার দিয়েছে।’’
মুখ্যমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্থানীয়দের জন্য ভোকাল ফর লোকাল এর উপর গুরুত্ব তুলে ধরেছেন। সেই কারণেই বিদেশের বাজারে ত্রিপুরার পণ্যের কদর বেড়েছে। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির বিভিন্ন স্তরের নেতৃত্ব।