TRENDING:

Tripura Cm: রাজ্যের নানা প্রান্তে দৌড়ে বেড়াচ্ছেন মুখ্যমন্ত্রী, সামনে বড় লক্ষ্য! আশার বুক বাঁধছে বিজেপি

Last Updated:

Tripura Cm: বাকি থাকা কাজ শেষ করতে রাজ্যের নানা প্রান্তে দৌড়ে বেড়াচ্ছেন মুখ্যমন্ত্রী। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
 #আগরতলা: ভোট যত এগিয়ে আসছে, ততই কাজ শেষের তৎপরতা বিজেপির অন্দরমহলে। ধলাই সফরে তিনটি প্রকল্পেরসূচনা করলেন মুখ্যমন্ত্রী সাহা। ধলাই জেলা নিয়ে রাজনৈতিক পারদ চড়াচ্ছে তিপ্রামোথা, সিপিএম সহ বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলি। এই অবস্থায় মুখ্যমন্ত্রী মানিক সাহার এই তৎপরতা নজর এড়ায়নি বাকিদের৷ রাজ্যে জুড়ে সরকারি কাজকর্মের গতিপ্রকৃতি খতিয়ে দেখতে রাজ্যের এ প্রান্ত থেকে ও প্রান্ত চষে বেড়াচ্ছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। একই সঙ্গে তিনি খোঁজ নিচ্ছেন মানুষের সুখ দুঃখের।
জোর কদমে মুখ্যমন্ত্রীর- তৎপরতা
জোর কদমে মুখ্যমন্ত্রীর- তৎপরতা
advertisement

বিজেপি নেতাদের দাবি, মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই মানিক সাহা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার কাজে নিজেকে নিয়োজিত করেছেন। ক্লান্তিহীন ও ক্লেশহীনভাবে খেটে চলেছেন মানিক সাহা। জনকল্যাণমূলক কাজ যাতে কোনোভাবেই থমকে না পড়ে সেদিকে সতর্ক নজর রয়েছে মুখ্যমন্ত্রীর।কথায় নয় কাজে বিশ্বাসী মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই রেলযোগে পৌঁছে যান ধলাই জেলা সদর আমবাসায়।  ধলাই জেলা জুড়ে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের গতিপ্রকৃতি এবং অগ্রগতি নিয়ে,  ধলাই জেলা শাসক অফিসের কনফারেন্স হলে বিভিন্ন দফতরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা।

advertisement

আরও পড়ুন: বিপদ আরও বাড়ছে পার্থ চট্টোপাধ্যায়ের, ইডি-র এক সমনেই সমস্যা বাড়তে পারে কয়েক গুণ!

চলমান বিভিন্ন প্রকল্পের কাজ যথাসময়ে সম্পন্ন করতে সংশ্লিষ্ট আধিকারিকদের পরামর্শ প্রদান করেন তিনি। ধলাই জেলার আমবাসা টাউন হলে তিনটি উন্নয়নমূলক প্রকল্পের ভার্চুয়ালী শুভ সূচনাও করেন মানিক সাহা। এরমধ্যে রয়েছে - সুধাংশু ঘোষ পাড়ায় একটি বর্জ্য প্রক্রিয়াকরণ কেন্দ্র স্থাপন, বেতবাগান এলাকায় একটি বেইলি ব্রিজ এবং লালছড়িতে একটি ১,০০০ মেট্রিক ক্ষমতা সম্পন্ন রাইস গোডাউনের উদ্বোধন।

advertisement

আরও পড়ুন: নজরে প্রশাসনিক বৈঠক, বৃহস্পতিবার বড় কোনও ঘোষণা মুখ্যমন্ত্রীর? জোর জল্পনা

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এই সময় মুখ্যমন্ত্রী মানিক সাহা দৃঢ় বিশ্বাস ব্যক্ত করে বলেন  " প্রকল্পগুলি এই অঞ্চলের সর্বস্তরের জনগণের জীবনমান উন্নয়নে এক বিশেষ ভুমিকা গ্রহণ করবে। কোনও কাজ পড়ে থাকবে না। সব কাজ শেষ করা হবে।" যদিও বিরোধীদের বক্তব্য নির্বাচনের দিন এগিয়ে আসতেই এই তৎপরতা দেখাচ্ছে বিজেপি শিবির৷ এতদিন ধরে কাজ কেন করা হয়নি।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Tripura Cm: রাজ্যের নানা প্রান্তে দৌড়ে বেড়াচ্ছেন মুখ্যমন্ত্রী, সামনে বড় লক্ষ্য! আশার বুক বাঁধছে বিজেপি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল