আরও পড়ুন– রাশিফল ২৬ অগাস্ট; দেখে নিন কেমন যাবে আজকের দিন
আসন্ন উপনির্বাচনে বিজেপি মনোনীত প্রার্থী তফাজ্জল হোসেনের সমর্থনে এই বিশাল সভার আয়োজন করা হয়। এদিন দিনের সেরা ও উল্লেখ্যযোগ্য ঘটনার সাক্ষী হয়ে থাকল কংগ্রেস নেতা তথা প্রাক্তন মন্ত্রী বিল্লাল মিঞাঁর নেতৃত্বে ৮ হাজার ভোটারের ভারতীয় জনতা পার্টিতে যোগদান করা। যা উপনির্বাচনের দোরগোড়ায় কংগ্রেস তথা বিরোধী শিবিরে প্রবল ধাক্কা বইয়ে আনলো। যোগদান সভায় অন্যতম বক্তার ভাষণে মুখ্যমন্ত্রী সদ্য বিজেপিতে যোগ দেওয়া কংগ্রেস নেতা বিল্লাল মিঞাঁর প্রশংসা করেন এবং দলে তাঁকে স্বাগত জানান। তিনি বলেন, ‘‘কংগ্রেস পার্টি এখন ধীরে ধীরে ক্ষয়িষ্ণু হয়ে যাচ্ছে। এখন শুধু ট্রেলার দেখছেন। আসল পিকচার এখনও বাকি। এই কংগ্রেসের হাত ধরে ত্রিপুরা রাজ্যের মানুষ অনেক নাটক দেখেছেন। রাজ্যের মানুষ সিপিআইএমকে মন থেকে কখনও ভাল পায় না। শুধু এদের জন্য রাজ্যের মানুষ এতদিন তাদের অত্যাচার নিপীড়ন সয়েছে। এরা কত মানুষকে খুন করেছে, ধর্ষণ করেছে, অগ্নিসংযোগ করেছে। আগে নির্বাচনোত্তর সন্ত্রাসের ঘটনার সাক্ষী হয়েছে এই রাজ্যের মানুষ। কিন্তু ২০১৮-তে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর এমন ঘটনা আর নেই রাজ্যে।’’
advertisement