TRENDING:

Lok Sabha Elections 2024: '৩৬৫ দিন রাস্তায় থাকে বিজেপি', লোকসভা নির্বাচনে দলকে জেতানোর আহ্বান ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার

Last Updated:

Lok Sabha Elections 2024: লোকসভা ভোটের প্রচারে তিনি বলেন, ''ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা সবসময় মানুষের সেবায় নিয়োজিত থাকেন। সারা বছরের ৩৬৫ দিনই মানুষের কল্যাণে বিভিন্ন কর্মসূচি রূপায়ণের জন্য কাজ করেন তাঁরা।''

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আগরতলা: ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা ৩৬৫ দিনই মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। আসন্ন ভোটে রাজ্যের দু’টি আসনে বিজেপি প্রার্থীদের অধিক ভোটে জয়ী করে প্রধানমন্ত্রীকে উপহার দেওয়ার আহ্বান ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার। লোকসভা ভোটের প্রচারে তিনি বলেন, ”ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা সবসময় মানুষের সেবায় নিয়োজিত থাকেন। সারা বছরের ৩৬৫ দিনই মানুষের কল্যাণে বিভিন্ন কর্মসূচি রূপায়ণের জন্য কাজ করেন তাঁরা।” নির্বাচন কমিশনের ভোট ঘোষণার অনেক আগে থেকেই ভারতীয় জনতা পার্টির সৈনিকরা কাজ করে যাচ্ছেন।
'৩৬৫ দিন রাস্তায় থাকে বিজেপি', লোকসভা নির্বাচনে দলকে জেতানোর আহ্বান মানিক সাহার
'৩৬৫ দিন রাস্তায় থাকে বিজেপি', লোকসভা নির্বাচনে দলকে জেতানোর আহ্বান মানিক সাহার
advertisement

তেলিয়ামুড়ার চিত্রাঙ্গদা কলাক্ষেত্রে অনুষ্ঠিত ভারতীয় জনতা পার্টির  তেলিয়ামুড়া মণ্ডলের পৃষ্ঠাপ্রমুখ সম্মেলনে উপস্থিত থেকে একথা বলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। সম্মেলনে মুখ্যমন্ত্রী ডাঃ সাহা বলেন, নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী আগামী ১৯ এপ্রিল পশ্চিম ত্রিপুরা ও আগামী ২৬ এপ্রিল পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর একে সামনে রেখে ভারতীয় জনতা পার্টি অনেক আগে থেকেই কাজ শুরু করে দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবারের কার্যকারিনী বৈঠকে আসন্ন ভোটে ভারতীয় জনতা পার্টির আসন সংখ্যা ৩৭০ টার্গেট করে দিয়েছেন। যে আসন সংখ্যা ছিল ৩০৩। কেন তিনি ৩৭০ বলেছেন সেটার কারণও ব্যাখ্যা দিয়েছেন। জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারাকে অবলুপ্ত করার প্রেক্ষাপটকে সম্মান জানিয়ে এই সংখ্যা নিরূপন করে দিয়েছেন তিনি। এর পাশাপাশি সহযোগী পার্টিদের নিয়ে এই আসন সংখ্যা ৪০০ পার করার আহ্বান রেখেছেন প্রধানমন্ত্রী।

advertisement

আরও পড়ুন: ভোর রাত থেকে বৃষ্টি! গার্ডেনরিচে উদ্ধার কাজ বিঘ্নিত, এখনও একজনের আটকে থাকার আশঙ্কা

এই সম্মেলন থেকে বিকশিত ভারত, বিকশিত ত্রিপুরা, নারী শক্তির অধিকার রক্ষার জন্য, ‘হর ঘর জলের জন্য, গরিবী কম করার জন্য’, কৃষকদের উন্নতির জন্য, যুবকদের কর্মসংস্থানের জন্য ফের একবার কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত করার জন্য শ্লোগান তুলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
একই দিনে হাওড়ায় দু'টি বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভয়াবহ রূপ নিল লেলিহান শিখা, অল্পের জন্য রক্ষা
আরও দেখুন

তিনি বলেন, ”আমরা সবাই ভারতীয় জনতা পার্টির এক একজন সৈনিক। আগে সারা রাজ্যে ৪২ হাজার পৃষ্ঠাপ্রমুখ ছিলেন। আর এখন সেটা বেড়ে হয়েছে ৬৬ হাজার। মানুষের জন্য পৃষ্ঠাপ্রমুখদের অনেক দায়দায়িত্ব রয়েছে। প্রতিটি বাড়িতে মানুষের সঙ্গে জনসম্পর্ক স্থাপনে তাদের উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে হয়। কিন্তু এর মধ্যেও সরকারে না থাকার সময় যে জোশ ছিল সরকারে থেকে সেটা কিছুটা হ্রাস পেয়েছে। তাই সেই জোশ (উদ্দীপনা) ফিরিয়ে আনার লক্ষ্য নিয়েই কাজ করতে হবে কার্যকর্তা ও পৃষ্ঠাপ্রমুখদের।”

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Lok Sabha Elections 2024: '৩৬৫ দিন রাস্তায় থাকে বিজেপি', লোকসভা নির্বাচনে দলকে জেতানোর আহ্বান ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল