কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা ধনপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রতিমা ভৌমিকের ভাগ্য নির্ধারণ হবে সোনামুরা উচ্চ বালিকা বিদ্যালয়ে। এই গণনা কেন্দ্রে মোট ৪ বিধানসভা কেন্দ্রের গণনা হবে।
আরও পড়ুন - Heatwave 2023: চা খাবেন না, হাই প্রোটিন খাবার থেকে থাকুন দূরে, লু থেকে বাঁচতে নির্দেশিকা জারি কেন্দ্রের
advertisement
এই ত্রিপুরা বিধানসভা নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ২৮ লাখের কিছু বেশি। মোট ২৫৯ জন প্রার্থীর ভাগ্য নির্ধারিত হবে, এর মধ্যে ২২ জন নারী প্রার্থী। মোট ভোট কেন্দ্র ৩৩৩৭, এরমধ্যে স্পর্শকাতর কেন্দ্র ছিল ১১২৮টি। এই নির্বাচনে প্রায় ৮৭% ভোট পড়েছে। যা গত বিধানসভা নির্বাচনের তুলনায় ৪% কম। এই নির্বাচনে ত্রিমুখী লড়াই হয়েছে এই রাজ্যটিতে। একদিকে ক্ষমতাসীন দল বিজেপি ও তাদের শরিক দল ইন্ডিজিনাস পিপল ফ্রন্ট অফ ত্রিপুরা (আইপিএফটি) অন্যদিকে রয়েছে বাম-কংগ্রেস জোট, রয়েছে তিপ্রামোথা। কিছুটা লড়াই দিতে পারে তৃণমূল কংগ্রেস।
আরও পড়ুন - Hooghly News: বাবা গাছ কাটার কাজ করেন, মা গৃহবধূ, দারিদ্র্যকে সঙ্গী করে জয়ী খুদে তৃষা
রাজ্যটির ৬০ টি বিধানসভা আসনের মধ্যে বিজেপি ৫৫ আসনে প্রার্থী দিয়েছে, বাকি ৫ আসনে প্রার্থী দিয়েছে তাদের শরিক দল আইপিএফটি। সিপিআইএম ৪৩ আসনে, টিপ্রা মোথা ৪২ আসনে, কংগ্রেস ১৩ আসনে, তৃণমূল কংগ্রেস ২৮ আসনে এবং সিপিআই, আরএসপি ও ফরওয়ার্ড ব্লক ১ টি করে আসনে প্রার্থী দিয়েছে। ৫৮ আসনে প্রার্থী দিয়েছে স্বতন্ত্র দলের প্রার্থীরা। চলতি বছরের ২২ মার্চ ত্রিপুরা বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে। ফলে তার আগেই এই রাজ্যে সরকার গঠনের প্রক্রিয়া শেষ করে ফেলতে হবে।
আগামী বছর ২০২৪ সালে ভারতে লোকসভা নির্বাচন। স্বাভাবিক ভাবেই রাজ্য বিধানসভার নির্বাচনগুলিতে যে দল ভাল ফল করবে তারাই দেশটির সাধারণ নির্বাচনেও অনেকটাই এগিয়ে থাকবে বলে মনে করা হচ্ছে। তবে গণনা নিয়ে সতর্ক বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলি। তাই রীতিমতো রাত পাহাড়ায় রয়েছে একাধিক রাজনৈতিক দলের সদস্যরা। এক জোট বিরোধীরা।স্ট্রং রুমে রাত পাহারায় বাম,কংগ্রেস জোট। উমাকান্ত অ্যাকাডেমিতে রোজ নিয়ম করে রাত পাহারায় থাকছেন বাম, কংগ্রেস কর্মীরা।
লাইভ আপডেট পড়ুন ত্রিপুরা নির্বাচনের ফলাফল 2023 | Tripura Assembly Election Result এখানে...
ABIR GHOSHAL