প্রার্থী অভিযোগ করেছেন, এদিন সকালে একাধিক জায়গা থেকে অভিযোগ আসছিল তাঁদের বুথ এজেন্টদের বসতে দেওয়া হচ্ছে না৷ তিনি অক্ষয়কুমার বিদ্যালয়ে গিয়েছিলেন অভিযোগ পেয়ে৷ আর সেই সময়েই তাঁর গাড়ি লক্ষ্য করে প্রথমে ইট, পাথর ছোঁড়া হয়। তারপরে বাঁশ দিয়ে ভাঙচুর করা হয়।
শেষমেষ ওই এলাকা থেকে পালিয়ে বাঁচেন ওই প্রার্থী৷ ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, গাড়ির উইন্ডক্রিন ভেঙে, গাছের ডাল ঢুকিয়ে দেওয়া হয়েছে। গাড়ির একাধিক কাচ ভেঙে দেওয়া হয়েছে। সদারঞ্জন বাবু জানিয়েছেন, পুলিশের সামনেই গন্ডগোল হয়েছে৷ পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি৷ এমনকি কেন্দ্রীয় বাহিনী কোনও সাহায্য করেনি বলে অভিযোগ।
advertisement
খয়েরপুরের জোট প্রার্থী বামেদের পবিত্র কর জানিয়েছেন, "সকাল থেকে নির্বাচন কমিশন-সহ একাধিক আধিকারিককে ফোন করেছি। অভিযোগ জানিয়েছি। যদিও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি৷ রাস্তায় পুলিশ থাকলেও তাঁদের কোনও ভূমিকা নেই বলেও অভিযোগ।" এদিকে বিক্ষিপ্ত হিংসের মধ্যেও বেলা তিনটে পর্যন্ত ভোট পড়ল ৬৯.৯ শতাংশ যা খুবই আশাব্যঞ্জক বলেই মনে করছেন রাজনৈতিক মহল।
সব সর্বশেষ পড়ুন ত্রিপুরা বিধানসভা নির্বাচন 2023 এখানে খবর