তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ সোমবার রাজঘাটে গান্ধিজির প্রতি শ্রদ্ধা নিবেদন করে কর্মসূচি শুরু হবে। মঙ্গলবার যন্তর মন্তরে ধর্না কর্মসূচি রয়েছে। এই বিষয়ে প্রত্যেকের মত জানতে গতকাল, রবিবার রাতে সাংসদ সৌগত রায়ের বাড়িতে এক বৈঠকের আয়োজন করা হয়েছিল।
আরও পড়ুন– বন্দে ভারত ট্রেনের ‘১৪ মিনিট মিরাকল’ ক্লিনিং ড্রাইভ চালু
advertisement
সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় জানান, ‘‘সোমবার দুপুর দেড়টা নাগাদ রাজঘাটে গান্ধিজির প্রতি শ্রদ্ধা নিবেদন করে দলীয় কর্মসূচির সূচনা হবে। আমাদের মূল আন্দোলনে ১০০ দিনের কাজে বকেয়া আদায় নিয়ে। এই ১০০ দিনের কাজ, যাকে মনরেগা বলে, তার সঙ্গে গান্ধিজির নিবিড় সম্পর্ক রয়েছে। ’’
রাজঘাটে কর্মসূচির পর সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে একটি দলীয় বৈঠকও ডাকা হয়েছে। সেখানে অভিষেক ছাড়াও দলের ১৫ জন নেতানেত্রীর উপস্থিত থাকার কথা। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ জানিয়েছেন, ‘‘সোমবার দুপুরে একটা বৈঠক ডাকা হয়েছে। সেখানে মঙ্গলবারের কর্মসূচির রূপরেখা চূড়ান্ত হবে। নেতানেত্রীরা মত বিনিময় করে সব স্থির করবেন। ওই বৈঠকে যা স্থির হবে, তা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় সকলকে জানাবেন।”