TRENDING:

প্রথমবার অঙ্গদাতা-গ্রহীতা দুপক্ষই এই রাজ্যের, শহরে ফের প্রতিস্থাপনের নজির

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ফের অঙ্গদানের নজির শহর কলকাতায় ৷ হার্ট ও লিভারের সমস্যা নিয়ে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন দুই রোগী ৷ প্রতিস্থাপন প্রয়োজন বলেই জানিয়েছিলেন চিকিৎসকরা ৷ খবর আসে মুকুন্দপুরের বেসরকারি নার্সিংহোম থেকে ৷ সেখানে ব্রেন ডেথ হয় চম্পা নস্করের ৷ চম্পা দেবীর পরিবার তার হার্ট ও লিভার দানের সিদ্ধান্ত নেন ৷ খবর পাঠানো হয় বাইপাসের ধারের বেসরকারি হাসপাতালে ৷ চম্পা দেবীর হার্ট ও লিভার পাবেন ওই দুই রোগী ৷
advertisement

আরও পড়ুনগুরুতর অসুস্থ দ্বিজেন মুখোপাধ্যায়, ভর্তি এসএসকেএম হাসপাতালে

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

কিছুক্ষণের মধ্যেই বাইপাসের ধারের বেসরকারি হাসপাতাল ও মুকুন্দপুরের নার্সিংহোমের মধ্যে তৈরি হবে গ্রিন করিডোর ৷ প্রসিস্থাপনের জন্য পৌঁছে যাবে হার্ট এবং লিভার ৷ উল্লেখযোগ্য এই প্রথম অঙ্গদাতা এবং গ্রহীতা দুপক্ষই এই রাজ্যের ৷ এর আগে শহরে যেইসব প্রতিস্থাপনের ঘটনা ঘটছে, তাতে অঙ্গদাতা বা গ্রহীতা কোন এক পক্ষ ছিলেন ভিন রাজ্যের ৷ ইতিমধ্যেই সফল প্রতিস্থাপনের জন্য শুরু হয়েছে প্রর্থনা ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
প্রথমবার অঙ্গদাতা-গ্রহীতা দুপক্ষই এই রাজ্যের, শহরে ফের প্রতিস্থাপনের নজির