TRENDING:

গ্যাস চুরি রুখতে এবার বাজারে আসছে স্বচ্ছ সিলিন্ডার

Last Updated:

এবার বাজারে আসতে চলেছে স্বচ্ছ সিলিন্ডার ৷ গ্যাস চুরি রুখতেই মেটাল সিলিন্ডারের বদলে ট্রান্সপারেন্ট সিলিন্ডার বাজারে আনার

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#হায়দরাবাদ: এবার বাজারে আসতে চলেছে স্বচ্ছ সিলিন্ডার ৷ গ্যাস চুরি রুখতেই মেটাল সিলিন্ডারের বদলে ট্রান্সপারেন্ট সিলিন্ডার বাজারে আনার সিদ্ধান্ত নিয়েছে তেলেঙ্গানা সরকার ৷ এই বছরেই হায়দরাবাদে ব্যবহার হতে পারে স্বচ্ছ গ্যাস সিলিন্ডার ৷ ই জায়গায় পাইলট প্রকল্প সফল হলে, দেশের অন্যান্য জায়গাতেও পাওয়া যাবে এই স্বচ্ছ সিলিন্ডার।
advertisement

বর্তমানের মেটাল সিলিন্ডার থেকে গ্যাস চুরির অভিযোগ দীর্ঘদিনের। গ্রাহকের বাড়িতে সিলিন্ডার দিতে আসার আগে অনেক সময়ই গ্যাস চুরি করা হয়। দীর্ঘদিনের সেই অভিযোগকে মাথায় নিয়েই এই সিদ্ধান্ত নিল তেলেঙ্গানা সরকার ৷

সেরা ভিডিও

আরও দেখুন
আতঙ্কের রাত শেষ হওয়ার আগেই এল 'মহা'প্লাবন! বাঁধ ভেঙে তলিয়ে গেল সব
আরও দেখুন

এই স্বচ্ছ সিলিন্ডারের মধ্যে হালকা নীল রঙের গ্যাস ভরা থাকবে। যেহেতু এই সিলিন্ডারের ট্রান্সপারেন্ট, তাই সহজেই বোঝা যাবে, সিলিন্ডারে কত পরিমাণ গ্যাস প্রথমে ভরা ছিল ৷ ব্যবহারের পর কতটা রইল সেটা বুঝতে পারবেন ব্যবহারকারীরা। এর ফলে সিলিন্ডার দিতে আসার সময় যে গ্যাস চুরির অভিযোগ উঠত, সেটা আটকানো যাবে। সাধারণ মেটাল সিলিন্ডারের দাম অন্ধ্রপ্রদেশে ১৪০০ টাকার আশেপাশে, সেখানে এই ধরনের স্বচ্ছ সিলিন্ডারের দাম পড়বে তিন হাজার টাকা।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
গ্যাস চুরি রুখতে এবার বাজারে আসছে স্বচ্ছ সিলিন্ডার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল