সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে যে, সেকশন ১৩৯এ এবং ইনকাম ট্যাক্স অ্যাক্টের ২৯৫ নং অমুযায়ী এবার থেকে প্যান কার্ডের জন্য নতুন ফর্ম জারি কথা হচ্ছে ৷ সেখানে লিঙ্গ নির্দেশের কলামে পুরুষ মহিলা ছাড়াও নিরপেক্ষ লিঙ্গের জন্যও একটি বক্স থাকবে ৷
আধার কার্ডে তৃতীয় লিঙ্গ স্বীকৃত হলেও এতদিন প্যান কার্ডে সেই ব্যবস্থা ছিল না ৷ ফলে রূপান্তরকামী মানুষেরা প্যান কার্ডের জন্য আবেদন করতে অসুবিধার সম্মুখীন হতেন ৷ সুপ্রিম কোর্ট তৃতীয় লিঙ্গকে স্বীকৃতি দেওয়ার পর প্যান কার্ড ফর্মেও এবার তাদের মান্যতা দেওয়া হল ৷
advertisement
Location :
First Published :
April 10, 2018 6:15 PM IST