TRENDING:

রূপান্তরকামীদের জন্য প্যান কার্ডে বড়সড় বদল

Last Updated:

রূপান্তরকামীদের জন্য প্যান কার্ডে বড়সড় বদল

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
 #নয়াদিল্লি: প্যানকার্ডের নিয়মে বড়সড় পরিবর্তন ৷ রূপান্তরকামী মানুষদের সুবিধার্থে প্যান কার্ডে নিরপেক্ষ লিঙ্গ লেখার ব্যবস্থা করল কেন্দ্র ৷ এর ফলে এবার থেকে রূপান্তকামী মানুষদের আয়কর রিটার্ন জমা দিতে আর কোনও অসুবিধার মুখোমুখি হতে হবে না ৷
advertisement

সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে যে, সেকশন ১৩৯এ এবং ইনকাম ট্যাক্স অ্যাক্টের ২৯৫ নং অমুযায়ী এবার থেকে প্যান কার্ডের জন্য নতুন ফর্ম জারি কথা হচ্ছে ৷ সেখানে লিঙ্গ নির্দেশের কলামে পুরুষ মহিলা ছাড়াও নিরপেক্ষ লিঙ্গের জন্যও একটি বক্স থাকবে ৷

আধার কার্ডে তৃতীয় লিঙ্গ স্বীকৃত হলেও এতদিন প্যান কার্ডে সেই ব্যবস্থা ছিল না ৷ ফলে রূপান্তরকামী মানুষেরা প্যান কার্ডের জন্য আবেদন করতে অসুবিধার সম্মুখীন হতেন ৷ সুপ্রিম কোর্ট তৃতীয় লিঙ্গকে স্বীকৃতি দেওয়ার পর প্যান কার্ড ফর্মেও এবার তাদের মান্যতা দেওয়া হল ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
রূপান্তরকামীদের জন্য প্যান কার্ডে বড়সড় বদল