TRENDING:

একাধিক মেল ও এক্সপ্রেস ট্রেনের সময়সূচি সংশোধন, যাত্রার আগে জানুন বিস্তারিত  

Last Updated:

উত্তরবঙ্গ বা উত্তর-পূর্ব ভারত যাতায়াতের ক্ষেত্রে জেনে নিন সময়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পরিকাঠামোর ধারাবাহিক উন্নয়নের প্রতি লক্ষ্য রেখে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের কয়েকটি স্টেশনে কিছু মেইল/এক্সপ্রেস ট্রেনের সময়সূচি সংশোধন করা হয়েছে। এই ট্রেনগুলির মধ্যে অন্তর্ভুক্ত ১৩২৪৬ (রাজেন্দ্র নগর টার্মিনাল-নিউ জলপাইগুড়ি) ক্যাপিটাল এক্সপ্রেস, ১৩২৪৮ (রাজেন্দ্র নগর টার্মিনাল-কামাখ্যা) এক্সপ্রেস, ১৫৪৮৪ (দিল্লি-আলিপুরদুয়ার) সিকিম মহানন্দা এক্সপ্রেস ও ০৭৫২৬ নিউ বঙাইগাঁও-শিলিগুড়ি জং. ডেমু স্পেশালের ভ্রমণের সময় হ্রাস করার জন্য গতি বৃদ্ধি করা হয়েছে। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের অধিক্ষেত্রের অধীনে এই সমস্ত ট্রেনের ভ্রমণের সময় ২৪
ট্রেনের সময়সূচিতে পরিবর্তন
ট্রেনের সময়সূচিতে পরিবর্তন
advertisement

মিনিট পর্যন্ত হ্রাস করা হয়েছে।

সেই অনুযায়ী,

১৩২৪৬ নং. রাজেন্দ্র নগর টার্মিনাল-নিউ জলপাইগুড়ি ক্যাপিটাল এক্সপ্রেসের সময় ৯ মার্চ, ২০২৩ তারিখ থেকে লাভা, খুরিয়াল, আজমনগর রোড, বারসোই জং., সুধানি, তেল্তা, ডালখোলা, কিষানগঞ্জ, ঠাকুরগঞ্জ ও বাগডোগরা স্টেশনে সংশোধন করা হয়েছে। ট্রেনটি লাভা থেকে ০৭.৫৮ ঘণ্টার পরিবর্তে ০৭.৪৭ ঘণ্টায় রওনা দেবে এবং বাগডোগরা থেকে ১১.৫২ ঘণ্টার পরিবর্তে ১১.১৭ ঘণ্টায় রওনা দেবে।

advertisement

আরও পড়ুন: গরু পাচার কাণ্ডে এবার বিরাট পদক্ষেপ সিবিআইয়ের, তলবের তালিকায় দারুণ চমক!

১৩২৪৮ নং. রাজেন্দ্র নগর টার্মিনাল-কামাখ্যা এক্সপ্রেসের সময় ৮ মার্চ, ২০২৩ তারিখ থেকে লাভা, খুরিয়াল, আজমনগর রোড, বারসোই জং., সুধানি, তেল্তা, ডালখোলা, কিষানগঞ্জ, ঠাকুরগঞ্জ, বাগডোগরা, শিলিগুড়ি জং., নিউ মাল জং., বিন্নাগুড়ি, দলগাঁও, হাসিমারা ও

আলিপুরদুয়ার জং. স্টেশনে সংশোধন করা হয়েছে। ট্রেনটি লাভা থেকে ০৭.৫৮ ঘণ্টার পরিবর্তে ০৭.৪৭ ঘণ্টায় রওনা দেবে এবং আলিপুরদুয়ার জং. থেকে ১৬.৩৩ ঘণ্টার পরিবর্তে ১৬.২০ ঘণ্টায় রওনা দেবে।

advertisement

১৫৪৮৪ নং. দিল্লি-আলিপুরদুয়ার জং. সিকিম মহানন্দা এক্সপ্রেসের সময় ৮ মার্চ, ২০২৩ তারিখ থেকে কাটিহার জং., লাভা, আজমনগর রোড, বারসোই জং., ডালখোলা, কিষানগঞ্জ, আলুয়াবাড়ি রোড, ঠাকুরগঞ্জ, বাগডোগরা, শিলিগুড়ি জং., নিউ মাল জং., বিন্নাগুড়ি, দলগাঁও, হাসিমারা ও

আলিপুরদুয়ার জং. স্টেশনে সংশোধন করা হয়েছে। ট্রেনটি কাটিহার থেকে ০৯.৫০ ঘণ্টার পরিবর্তে ০৯.৩৫ ঘণ্টায় রওনা দিয়ে আলিপুরদুয়ার জং. পৌঁছবে ২০.২০ ঘণ্টায়।

advertisement

 ০৭৫২৬ নং. নিউ বঙাইগাঁও-শিলিগুড়ি জং. ডেমু স্পেশালের সময় ১০

মার্চ, ২০২৩ তারিখ থেকে নিউ বঙাইগাঁও, ডাংতল, বাসুগাঁও, সালেকাটি, কোকরাঝাড়, ফকিরাগ্রাম জং., সাপটগ্রাম, টিপকাই, মংলাঝড়া, বাশবাড়ি ও

মটেরঝাড় স্টেশনে সংশোধন করা হয়েছে। ট্রেনটি নিউ বঙাইগাঁও থেকে ০৬.০০ ঘণ্টায় রওনা দিয়ে মটেরঝাড় পৌঁছবে ০৭.৪০ ঘণ্টায়।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

যাত্রা করার পূর্বে যাত্রীদের ন্যাশনাল ট্রেন এনকোয়ারি সিস্টেম (এনটিইএস)-এ ট্রেন লাচলের স্থিতি ও সময়সূচির বিশদ বিবরণ রিয়াল টাইমের ভিত্তিতে যাচাই করে নেওয়ার সুযোগ থাকছে।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
একাধিক মেল ও এক্সপ্রেস ট্রেনের সময়সূচি সংশোধন, যাত্রার আগে জানুন বিস্তারিত  
Open in App
হোম
খবর
ফটো
লোকাল