ওড়িশার বালাসোরে ভয়াবহ রেল দুর্ঘটনার পর রেলের গাফিলতির অভিযোগ উঠেছিল। এ বছর ২ জুনে ওড়িশার বালেশ্বরে বিরাট ট্রেন দুর্ঘটনা ঘটেছিল। বালেশ্বরের কাছে বাহানাগা স্টেশনে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছিল তিনটি ট্রেন। লাইনচ্যুত হয় করমণ্ডল এক্সপ্রেসের ১৫টি বগি। এছাড়াও হাওড়া-বেঙ্গালুরু সুপারফাস্টের ৩-৪টি বগি লাইনচ্যুত হয়। একটি মালগাড়ির কয়েকটি কামরাও লাইনচ্যুত হয়। এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা প্রায় ৩০০-র কাছাকাছি, আহত হয়েছিলেন বহু।
advertisement
আরও পড়ুন: ছেলেদের এই পোশাকের নাম কেন স্যান্ডো-গেঞ্জি জানেন? উত্তর কিন্তু চমকে দেবে!
বালেশ্বরের দুর্ঘটনায় রেলের গাফিলতির অভিযোগ ওঠার পর থেকেই আরও সতর্ক ভারতীয় রেল। জুনের পর থেকে প্রায় প্রতিদিনই দক্ষিণ-পূর্ব রেলের একাধিক ট্রেন লাইনে মেরামতি ও রক্ষণাবেক্ষণের কাজ চলছে। লাগাতার এই ধরনের কাজ চালানো হচ্ছে যাত্রীদের সুরক্ষা বৃদ্ধি করতে। এবার থার্ড লাইনে কাজের জন্য খুরদা ডিভিশনে বাতিল করা হয়েছে বহু ট্রেন।
আরও পড়ুন: ভয়াবহ দুর্ঘটনা হতে পারে, ৪ মাস আগেই সাবধান করেন রেলকর্তা! করমণ্ডল-কাণ্ডে চাঞ্চল্যকর রিপোর্ট
১২২টি ট্রেন বাতিলের জেরে ওই লাইনে চলাচল করা অসংখ্য ট্রেনের সময়সূচি ও পৌঁছনোর সময়েও বড়সড় পরিবর্তন হবে। দক্ষিণ-পূর্ব রেল সূত্রে খবর, প্রায় ১২৮টি ট্রেন এর জেরে প্রভাবিত হতে চলেছে।
রিপোর্টার– শঙ্কর রাই