TRENDING:

Train Accident: সাত সকালেই ফের ট্রেন দুর্ঘটনা! প্রবল জোরে ধাক্কা দুই মালগাড়ির, লোকো পাইলট-সহ নিহত ৩, আহত ৫

Last Updated:

Train Accident: ফের ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। ঝাড়খণ্ডের সাহেবগঞ্জে দুটি মালগাড়ির সংঘর্ষ। ঘটনায় নিহত লোকো পাইলট-সহ ৩ জন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ঝাড়খণ্ড: ফের ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। ঝাড়খণ্ডের সাহেবগঞ্জে দুটি মালগাড়ির সংঘর্ষ। কাহালগাঁও থেকে নিউ ফরাক্কা পর্যন্ত এনটিপিসি পরিচালিত নিজস্ব লাইনে সংঘর্ষ হয় দুটি মালগাড়ির। ঘটনায় নিহত লোকো পাইলট-সহ ৩ জন। সাহেবগঞ্জ জেলার বারহাইট থানার এলাকার ফারাক্কা-লালমাটিয়া এমজিআর রেলপথে ঘটেছে এই মর্মান্তিক ঘটনা। মঙ্গলবার ভোর ৩.০০ নাগাদ ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। যদিও ঘটনায় ভারতীয় রেলের সঙ্গে কোনও সম্পর্ক নেই বলে জানাল রেল।
সাত সকালেই ফের ট্রেন দুর্ঘটনা! প্রবল জোরে ধাক্কা দুই মালগাড়ির, লোকো পাইলট-সহ নিহত ৩, আহত ৫
সাত সকালেই ফের ট্রেন দুর্ঘটনা! প্রবল জোরে ধাক্কা দুই মালগাড়ির, লোকো পাইলট-সহ নিহত ৩, আহত ৫
advertisement

গত শুক্রবারই দুর্ঘটনার ওড়িশার কাছে দুর্ঘটনার কবলে পড়ে কামাখ‍্যা এক্সপ্রেস। আতঙ্কের প্রহর কাটতে না কাটতেই ঝাড়খণ্ডে ফের দুর্ঘটনার কবলে দুটি ট্রেন। মঙ্গলবার ফের ট্রেন দুর্ঘটনার খবরে তোলপাড় দেশজুড়ে। জানা গিয়েছে, একটি কয়লা বোঝাই মালগাড়ি সাহেবগঞ্জ জেলায় একটি খালি মালগাড়ির সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়।

আরও পড়ুন: এপ্রিলেই সম্পদের দাতা শুক্রের মার্গী! সোনালি দিন আসছে ৩ রাশির, টাকার বন‍্যা, ইনক্রিমেন্টের সঙ্গে প্রোমোশন

advertisement

দুর্ঘটনায় কমপক্ষে পাঁচজন রেলকর্মী এবং একজন সিআরপিএফ জওয়ান আহত হয়েছেন। সমস্ত আহত ব্যক্তিরা বর্তমানে বারহাইট কমিউনিটি হেলথ সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পর প্রশাসনও পরিস্থিতি মূল্যায়ন এবং তদন্ত শুরু করার জন্য একটি দল পাঠিয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, খালি মালগাড়িটি বারহাইট এমটি-তে স্থির ছিল যখন লালমাটিয়া থেকে আসা একটি কয়লা বোঝাই থ্রু-পাস মালগাড়ি জোরে ধাক্কা মারে।

advertisement

আরও পড়ুন: গুরুপত্নীর সঙ্গে লুকিয়ে প্রেম, পালিয়ে বিয়ে! ঝুলিতে একাধিক হিট গান, চিনতে পারছেন বিখ‍্যাত গায়ককে?

প্রসঙ্গত, এই লাইনটি সম্পূর্ণরূপে এনটিপিসির মালিকানাধীন এবং পরিচালিত, যা কাহালগাঁও ও ফরাক্কা থার্মাল পাওয়ার প্ল্যান্টের মধ্যে সংযোগ স্থাপন করে। এটি সাধারণভাবে “এনটিপিসি লালমাটিয়া এমজিআর” নামে পরিচিত এবং এর কার্যক্রম ভারতীয় রেলের সঙ্গে কোনওভাবেই সম্পর্কিত নয়। ফলে, এই ঘটনার সঙ্গে ভারতীয় রেলের কোনও সংশ্লিষ্টতা নেই। এমজিআর লাইনের ট্রেন চলাচল, লোকোমোটিভ, ক্রু, রক্ষণাবেক্ষণ, সংকেত ব্যবস্থা সম্পূর্ণরূপে এনটিপিসির তত্ত্বাবধানে পরিচালিত হয়। এই দূর্ঘটনায় দু’জন চালকের মৃত্যু হয়েছে। চার জন CISF জওয়ান গুরুতর আহত হয়েছেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

তবে, এনটিপিসি কর্তৃপক্ষ মালদা বিভাগ থেকে সহায়তা চেয়েছে এবং মালদা বিভাগের পক্ষ থেকে সাহিবগঞ্জ থেকে ১৪০ টন ধারণক্ষমতাসম্পন্ন একটি ক্রেন সরবরাহ করা হয়েছে। ভারতীয় রেল এনটিপিসি কর্তৃপক্ষকে পুনরুদ্ধার কাজে সমস্ত প্রয়োজনীয় সহায়তা প্রদান করছে।

বাংলা খবর/ খবর/দেশ/
Train Accident: সাত সকালেই ফের ট্রেন দুর্ঘটনা! প্রবল জোরে ধাক্কা দুই মালগাড়ির, লোকো পাইলট-সহ নিহত ৩, আহত ৫
Open in App
হোম
খবর
ফটো
লোকাল