TRENDING:

Train Accident: ফের ওড়িশায় ট্রেনে ভয়াবহ ঘটনা, মুহূর্তে দাউদাউ আগুন! এসি কামরায় কান্নার রোল

Last Updated:

Train Accident: জানা যাচ্ছে, বৃহস্পতিবার রাত ১০ টা ৭ মিনিটে ওড়িশার নুয়াপাড়ায় খারিয়ার রোড স্টেশনের কাছে ডাউন দুর্গ-পুরী এক্সপ্রেসের এসি কোচের নিচে আচমকাই আগুন দেখা যায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ভুবনেশ্বর: করমণ্ডল এক্সপ্রেসের আতঙ্ক এখনও মিলিয়ে যায়নি। এখনও শোকের আবহ চারিদিকে। এই পরিস্থিতিতে এই বিপর্যয়ের মাঝেই ফের ফিরল ট্রেন-আতঙ্ক। দক্ষিণ-পূর্ব রেলপথে ফের একবার ট্রেনে দুর্ঘটনার ঘটনা ঘটল। এবার পুরী-দুর্গ এক্সপ্রেসের এসি কামড়ায় আগুন লাগল। ব্রেক প্য়াডের সংঘর্ষের জেরেই আগুন বলে জানিয়েছে জানাল ইস্ট কোস্ট রেলওয়ে।
এ কী কাণ্ড ট্রেনে!
এ কী কাণ্ড ট্রেনে!
advertisement

advertisement

জানা যাচ্ছে, বৃহস্পতিবার রাত ১০ টা ৭ মিনিটে ওড়িশার নুয়াপাড়ায় খারিয়ার রোড স্টেশনের কাছে ডাউন দুর্গ-পুরী এক্সপ্রেসের এসি কোচের নিচে আচমকাই আগুন দেখা যায়। ধোঁয়ায় ভরে যায় বি-থ্রি কোচ। আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা।

রেলের তরফে জানানো হয়েছে, ট্রেনের চেন টানার পর ব্রেক ঠিকমতো কাজ করেনি। ব্রেক প্য়াডের সংঘর্ষের জেরেই আগুন ছড়িয়ে পড়ে। তবে কোচের মধ্যে আগুন সেভাবে ছড়িয়ে পড়েনি বলেই রেল সূত্রে খবর। ফলে ভাগ্যক্রমে প্রাণে বেঁচে গিয়েছেন যাত্রীরা। ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি।

advertisement

আরও পড়ুন: এবার অল্পের জন্য বাঁচল রাজধানী! হতে পারত ভয়ঙ্কর দুর্ঘটনা! ফের ভয় ধরাল রেল

ট্রেনে আগুন লাগার জেরে তৎক্ষণাৎ তা প্রথমে থামিয়ে দেওয়া হয়েছিল। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার কাজে লেগে পড়েন রেলকর্মীরা। আগুন নিয়ন্ত্রণে আনার পরে ফের একবার পর্যবেক্ষণ করা হয় এসি কোচের। এরপর রাত ১১টা নাগাদ গন্তব্যের উদ্দেশে ফের রওনা হয় পুরী-দুর্গ এক্সপ্রেস।

advertisement

আরও পড়ুন: মঙ্গলবার ইডি দফতরে হাজিরা দেবেন? ঘনিষ্টমহলে বড় সিদ্ধান্ত জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

পূর্ব উপকূল রেলওয়ে জানিয়েছে, এই ঘটনার ফলে কারও কোনও আঘাত লাগেনি বা অন্য কোনও ক্ষয়ক্ষতি হয়নি। কারণ আগুন শুধুমাত্র ব্রেক প্যাডেই দেখা গিয়েছিল। সঙ্গে সঙ্গে ট্রেনটি সেখানেই থামিয়ে দিয়ে আগুন নেভানোর কাজ করা হয়। এতে প্রায় ঘণ্টাখানেক দাঁড়িয়ে থাকতে হয় ট্রেনটিকে। সমস্যা দূর হলে, রাত ১১টায় ফের যাত্রা শুরু করে দুর্গ-পুরী এক্সপ্রেস।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Train Accident: ফের ওড়িশায় ট্রেনে ভয়াবহ ঘটনা, মুহূর্তে দাউদাউ আগুন! এসি কামরায় কান্নার রোল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল