আহমেদাবাদ: গুজরাতের আহমেদাবাদে ভয়ঙ্কর ঘটনা। বিষ খেয়ে আত্নঘাতী হলেন একই পরিবারের ৫ সদস্য। আহমেদাবাদের বাভলায় একটি বাড়িতে ভাড়া থাকতেন তাঁরা। বিষাক্ত কিছু খেয়ে পরিবারের ৫ সদস্য আত্মঘাতী হয়েছেন বলে খবর।
নিহতদের মধ্যে রয়েছেন, বিপুল কাঞ্জি ওয়াঘেলা (৩৪), তার স্ত্রী সোনাল (২৬) এবং তাদের দুই মেয়ে (১১ এবং ০৫) এবং এক ছেলে (০৮)।
advertisement
রবিবার সকালে আহমেদাবাদ গ্রামীণের পুলিশ সুপার বলেন, “বাভলার ভাড়া বাড়িতে বিষাক্ত তরল পান করে একই পরিবারের পাঁচজন সদস্য আত্মহত্যা করেছেন। তাদের আত্মহত্যার কারণ এখনও জানা যায়নি। তারা সকলেই মূলত ধোলকার বাসিন্দা।”
advertisement
রবিবার তাঁদের দেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, সপরিবারে বিষ খেয়ে আত্মহত্যা করেছেন কাঞ্জি। তবে আত্মহত্যার কারণ জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 20, 2025 12:41 PM IST